E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অবরোধের ছোঁয়া লাগেনি শরীয়তপুরে

২০১৫ জানুয়ারি ১০ ১৯:০৯:০১
অবরোধের ছোঁয়া লাগেনি শরীয়তপুরে

শরীয়তপুর প্রতিনিধি : বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা লাগাতার সর্বাত্মক অবরোধের কোন ছোঁয়াই লাগেনি গোটা শরীয়তপুরে। পরিবহন, ব্যবসা- বানিজ্য শিক্ষা কার্যক্রম সব কিছুই চলছে স্বাভাবিক। আওয়ামীলীগ দাবি করছে শরীয়তপুরের মানুষ এ অনৈতিক কর্মসূচিকে প্রত্যাখ্যান করেছে।

গত ৫ জানুয়ারী থেকে ডাকা বিএনপি নেতৃত্বাধিন ২০ দলীয় জোটের সর্বাত্মক লাগাতার অবরোধের ৫ দিন অতিবাহিত হলেও শরীয়তপুর জেলার ছয়টি উপজেলার কোথাও লক্ষ্য করা যায়নি এ কর্মসূচি। অবরোধের পক্ষে এ পর্যন্ত জোটের মূল দল বিএনপি কিংবা তাদের অঙ্গ-সহযোগি সংগঠনের কোন কর্মসূচি পালনের কথা জানা যায়নি। তারা কোন সভা-সমাবেশ, মিছিল-পিকেটিং করেনি কোথাও। শরীয়তপুরের আভ্যন্তরিন, আঞ্চলিক ও দুরপাল্লার রুট গুলোতে সকল ধরনের পরিবহন ব্যবস্থা সচল রয়েছে আগের মতই। সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা কার্যক্রম পরিচালনায় কোথাও কোন সমস্যা হয়েছে বলে জানা যায়নি।

শরীয়তপুর সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ফারুখ আহমেদ তালুকদার ও শ্রমিক সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুখ বেপারী জানিয়েছেন, শরীয়তপুর জেলার সব কয়টি আভ্যন্তরিণ রুট, শরীয়তপুর থেকে মাদারীপুর ও শরীয়তপুর থেকে বেনাপোর গামী বাসগুলো নিয়মিতভাবে চলাচল করছে। এতে কোথাও অবরোধের নামে কোন রকম পিকেটিং বা যাত্রী হয়রানির মত ঘটনা ঘটেনি।

সড়ক পথে শরীয়তপুর থেকে মাওয়া হয়ে ঢাকা যেতে জাজিরার মঙ্গলমাঝির ঘাট হয়ে পদ্মা নদী পাড় হতে হয়। মঙ্গলমাঝির ঘাটের ইজারাদার মোখলেছুর রহমান মাদবর বলেন, এই অবরোধে আমাদের যাত্রী আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। আগে মাঝিরঘাট থেকে মাওয়া পর্যন্ত প্রতি ৩০ মিনিট পর পর সারাদিনে মোট ২৪টি লঞ্চ সার্ভিস চালু ছিল। গত ৫ দিন যাবৎ আমরা প্রতি ১৫ মিনিট পর পর মোট ৩৬ টি লঞ্চ চালাচ্ছি। এক শতাধিক স্পীড বোটও যাত্রী বহন করছে অনকে বেশী। সবগুলো নৌপরিবহনেই যাত্রী বেশী হচ্ছে।

শরীয়তুপরে অবরোধের পক্ষে কোন সভা-সমাবেশ না করার কারন জানতে চাইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালু বলেন, অবরোধ তো অবরোধই, এতে আবার কর্মসূচি পালনের কি আছে।

শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে বলেন, বিএনপির ডাকা অনৈতিক, অগনতান্ত্রিক ও অসাংবিধানিক এ অবরোধে শরীয়তপুরের সাধারণ মানুষ প্রত্যাক্ষান করেছে। শরীয়তপুরে বিএনপির কোন অস্তিত্ব নেই। যারা জ্বালাও পোড়াও এবং ধ্বংসাত্মক রাজনীতি করে, রাজনীতির নামে মানুষ পুড়িয়ে মারে তাদের সাথে শরীয়তপুরের মানুষ কোন কালে ছিল না থাকবেওনা।

শরীয়তপুরের পুলিশ সুপার সাঈফুল্লাহ আল মামুন বলেন, আমরা সর্বদা সজাগ রয়েছি। যারা জনবিরোধী কোন কর্মকান্ড পরিচালনা করবে পুলিশ তাদের কোন রকম ছার দিবে না। তাছারা, শরীয়তপুরে অবরোধ পালন করার মত বিরোধী কোন সংগঠনের কার্যক্রমও আমাদের চোখে পরেনি।

(কেএনআই/অ/জানুয়ারি ১০, ২০১৫)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test