E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পঞ্চগড়ে প্রত্নতত্ত্ব, পর্যটন ও উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

২০১৫ জানুয়ারি ১১ ১৫:১৯:১০
পঞ্চগড়ে প্রত্নতত্ত্ব, পর্যটন ও উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক : ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) সেন্টার ফর আর্কিওলজিক্যাল স্ট্যাডিস এর উদ্যোগে এবং সেন্টার ফর হেরিটেজ স্ট্যাডিজ এর সহযোগিতায় পঞ্চগড় জেলার অমরখানা ইউনিয়নে অবস্থিত শালমারা ভিতরগড় উচ্চ বিদ্যালয় এবং পঞ্চগড় প্রেসক্লাবে প্রত্নতত্ত্ব, পর্যটন ও উন্নয়ন বিষয়ক কর্মশালাসহ একটি প্রশ্নোত্তর সভার আয়োজন করা হয়।

কর্মশালায় ইউল্যাবের সেন্টার ফর আর্কিওলজিক্যাল স্ট্যাডিস এর পরিচালক ড. শাহনাজ হুসনে জাহান ভিতরগড় প্রত্নস্থলে প্রত্নতাত্ত্বিক গুরুত্ব ও ইতিহাস উপস্থাপন করেন। তিনি বলেন, ভিতরগড় প্রত্নস্থল বিশ্বঐহিত্যের অঙ্গণে পরিবেশ বান্ধব প্রত্নপযর্টন শিল্পের একটি ঘুমন্ত দৈত্য। তিনি আরও বলেন, আমার গত ০৬ বছরের গবেষণা আজ প্রমান করছে যে ভিতরগড়ের ঐতিহ্য ছোট নয়। এটা বিশ্বঐতিহ্য হবার যোগ্যতা রাখে। এছাড়াও ভিতরগড় সমগ্র দক্ষিণ এশিয়ার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় ইতিহাস নির্মাণে প্রয়োজনীয় ঐতিহাসিক উৎস সরবরাহের ক্ষেত্রে এক গুরুত্ব প্রত্নস্থল। ভিতরগড় প্রত্নস্থল হতে পারে বাংলাদেশের পরিবেশ বান্ধব প্রত্নপর্যটনের এক বিশাল ভাণ্ডার।

পর্যটন শিল্পের সম্ভাব্য নানা দিক নিয়ে আলোচনা করেন বাংলাদেশ ট্যুরিজম ফাউন্ডেশনের সভাপতি জনাব মোঃ মোখলেছুর রহমান। তিনি বলেন, প্রত্নতত্ত্ব ও পর্যটন দিয়ে আমরা এই ভিতরগড়কে একটি আর্থিক ভাবে সমৃদ্ধশীল এলাকা হিসেবে গড়ে তুলতে পারি। এখানে আমরা আমাদের ঐতিহ্যকে মানুষের সামনে তুলে ধরে দেখাতে পারি। জাতি হিসেবে আমাদের অতীত ঐতিহ্য অনেক সমৃদ্ধ।

কর্মশালায় ১ম অধিবেশনে ভিতরগড় প্রত্নস্থলে অবস্থিত শালমারা ভিতরগড় উচ্চ বিদ্যালয়, কাজীরহাট উচ্চ বিদ্যালয় এবং কাজীর দাখিল মাদরাসার এর শিক্ষার্থী ও শিক্ষকমন্ডলী অংশগ্রহণ করেন।

২য় অধিবেশনে অমরখানা ইউপি চেয়ারম্যান ও ১২ জন ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

পঞ্চগড় প্রেসক্লাবে অনুষ্ঠিত অধিবেশনে পঞ্চগড় জেলার স্বনামধন্য সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

ভিতরগড় প্রত্নস্থল বাংলাদেশ এযাবৎ প্রাচীন দুর্গনগরীগুলির মধ্যে সর্ববৃহৎ। স্থানীয় জনশ্রুতিমতে, ভিতরগড় পৃথুরাজার রাজধানী। পঞ্চগড় জেলা শহর হতে ১৬ কিলোমিটার উত্তরে পূর্বে ভারত-বাংলাদেশ সীমান্তে উপজেলার অমরখানা ইউনিয়নে ২৫ কিলোমিটার জায়গার উপর এর অবস্থান।

ভিতরগড় এলাকা থেকে প্রাচীনকালের বিভিন্ন সময়ের ব্যবহৃত মাটির হাড়ি-পাতিল, তাওয়া, মাটির প্রদ্বীপ, পাওয়া যায়।

কর্মশালার শেষ পর্যায়ে জনাব মোঃ মোখলেছুর রহমান এবং অমরখানা ইউপি চেয়ারম্যান, ছাত্র-ছাত্রী ও এলাকার স্বনামধন্য ব্যক্তির মধ্যে সার্টিফিকেট প্রদান করেন।

(ওএস/অ/জানুয়ারি ১১, ২০১৫)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test