E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বগুড়ায় রেলপথে নাশকতার চেষ্টা, গ্রেফতার ৮০

২০১৫ জানুয়ারি ১১ ১৭:৪৭:৪১
বগুড়ায় রেলপথে নাশকতার চেষ্টা, গ্রেফতার ৮০

বগুড়া প্রতিনিধি : টানা অবরোধের সাথে বগুড়ায় ২০ দলীয় জোটের হরতাল চলাকালে রেলসড়কে নাশকতার চেষ্টা, গাড়ীতে অগ্নিসংযোগ, ভাংচুর, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অবরোধে নাশকতা কর্মকান্ডের অভিযোগে বগুড়ার ধুনট উপজেলায় জামায়াত বিএনপির ৩৫১ জনের নামে পুলিশ মামলা দায়ের করেছে। এদিকে রবিবার বগুড়া জেলা ২০ দলীয় জোট আরো ২৪ ঘন্টা হরতাল বর্ধিত করেছে। জেলা পুলিশ বিভাগ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত বিএনপির নেতাকর্মীসহ ৮০ জনকে গ্রেফতার করেছে।

জানা যায়, দ্বিতীয় দফায় ২০ দলীয় জোটের হরতাল বাড়লো আরো ২৪ ঘন্টা। এর আগে শুক্রবার সন্ধ্যায় বগুড়া শহরের জেলা বিএনপি কার্যালয়ে ২০ দলীয় জোটের জরুরী সভা থেকে প্রথম দফায় রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত হরতাল আহবান করে।

এরপর আজ রবিবার বগুড়া জেলা বিএনপির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান রাজু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বগুড়া জেলায় চলমান হরতাল বর্ধিত করে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত অব্যাহত থাকার কথা জানানো হয়। এনিয়ে জেলায় ৪৮ ঘন্টার হরতালের কর্মসূচি দিয়েছে বগুড়া জেলা ২০ দলীয় জোট।

এদিকে বগুড়ায় হরতাল চলাকালে শহরের বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ করে হরতাল সমর্থনকারিরা। শহরের পিটিআই মোড়ে, কলোনী, বনানী, মোহাম্মদ আলী হাসপাতালেও সামনে ককটেল বিস্ফোরণ করে। রবিবার বগুড়ায় হরতাল চলাকলে কিছু কিছু ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি অফিস খোলা থাকলেও দর্শনার্থী উপস্থিতি কম ছিল। শনিবার দিবাগত রাতে শহরের থানা মোড়, ঝাউতলা, বিআরটিসি ডিপোর সামনে ককটেল বিস্ফোরণ করে হরতাল সমর্থকরা। রাত ১০টার সময় বগুড়ার শেরপুর উপজেলার ঢাকা বগুড়া মহাসড়কের ছোনকা ও মহিপুর নামক স্থানে আলু বোঝাই দু’টি ট্রাকে অগ্নিসসংযোগ করে দুর্বৃত্তরা।

বিষয়টি নিশ্চিত করেন শেরপুর থানার ওসি আলী আহমেদ হাশমী। শনিবার মধ্য রাতে বগুড়া শহরের সাবগ্রামের ছাতিয়ানতলায় রেল ক্রসিংয়ের গার্ড বাহারকে বেধে রেখে ৫০/৬০ জনের একদল হরতাল সমর্থকরা রেল লাইনের প্রায় ৫০০ ফিসপ্লেট তুলে ফেলে রেল লাইন গ্যাসের আগুন দিয়ে কেটে ফেলে। এক পাশে কেটে ফেলার পর জানাজানি হলে রেলপথের নাশকতাকারিরা পালিয়ে যায়। পরে জিআরপি পুলিশ, থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় পুলিশ আশ পাশ এলাকায় অভিযান চালিয়ে ৫জনকে আটক করে। রেলের লাইন কেটে ফেলায় বগুড়ার পূর্ব পাশ গাবতলী রেল স্টেশনে প্রায় ৪ ঘন্টা আটকা পড়ে থাকে ঠাকুরগা থেকে সান্তাহার গামী ৮ ডাউন লোকাল ট্রেন। ভোর ৬টায় রেলের কর্মকর্তারা রেল লাইন মেরামত শেষ করে। ৬ টা ১০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। শনিবার রাত ১১টার দিকে বগুড়া থেকে প্রাইভেট কারনিয়ে বাড়ি ফেলার জাসদ নেতা জিয়াউল হক শাহীন ও রেজা আহম্মেদকে পিকেটাররা পিটিয়ে আহত করেছে। এসময় তাদের প্রাইভেট কারে অগ্নিসংযোগ করে।

সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা কারটির আগুন নিভিয়ে ফেলে। আহত জাসদ নেতা জিয়াউল হক শাহীনকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

বগুড়ার জাসদ নেতা জিয়াউল হক শাহীন জানান, ২৫/৩০জনের পিকেটার সড়কে গাছ ফেলে তাদের মারপিট করে কারটিতে আগুন জ্বালিয়ে দেয়।
বগুড়ার নন্দীগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু হায়দার মো: ফয়জুর রহমান জানান ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বগুড়ার রেলের উর্ধ্বতন উপ সহকারি কর্মকর্তা (পথ) আফজাল হোসেন জানান, ট্রেন চলাচল এখন স্বাভাবিক রয়েছে। রাত ২ টার সময় সংবাদ জানার পরই ঘটনা স্থলে গিয়ে দ্রুত মেরামত করা হয়েছে।

বগুড়ার সহকারি পুলিশ সুপার গাজিউর রহমান জানান, জেলায় জামায়াত-বিএনপির নেতাকর্মী সহ ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

(এএসবি/এএস/জানুয়ারি ১১, ২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test