E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চালককে তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা, শাটল ট্রেন বন্ধ

২০১৪ মে ০৭ ১১:৪৭:৫৬
চালককে তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা, শাটল ট্রেন বন্ধ

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন থামিয়ে চালককে তুলে নিয়ে গেছে একদল ছাত্রলীগ কর্মী।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নগরীর ষোলশহর স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়গামী ওই ট্রেনের চালককে তুলে নিয়ে যাওয়া হয়। তবে ট্রেন চলাচলে বাধা দিয়ে চালককে তুলে নেয়া হয়েছে দাবি করে ছাত্রলীগের কয়েকজন কর্মী বলেছেন, তাকে অপহরণ করা হয়নি।

ছাত্রলীগ কর্মীদের দাবি, প্রায় এক মাস আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহসম্পাদক নাসির করিম বাবুলকে জুতার মালা পড়িয়ে লাঞ্ছিত করার প্রতিবাদে শাটল ট্রেনের চালককে তুলে নিয়ে যাওয়া হয়েছে। একই সময়ে নগরীর ষোলশহর, দামপাড়া, দুই নম্বর গেট, জিইসি মোড়, নন্দির হাটে বিশ্ববিদ্যালয়গামী শিক্ষকবহনকারী পাঁচটি বাসের চাকা পাংচার করে দিয়েছেন নাসিরের অনুসারীরা। এই ঘটনার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। দুর্ভোগের মধ্যে পড়েছেন শত শত শিক্ষার্থী।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা এস এম আলাউদ্দিন ঘটনার দায় স্বীকার করে বলেছেন, ‘আওয়ামী লীগ নেতা নাসির করিম বাবুলকে ছাত্রলীগ লাঞ্ছিত করার ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগ ব্যবস্থা নিলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের আশ্রয় দিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক সিরাজউদ্দৌলার প্রত্যক্ষ মদদে ছাত্রলীগ ক্যাম্পাসে এ ধরনের আক্রমণের সাহস পেয়েছে। তাই প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে এসব ঘটানো হয়েছে।’

(ওএস/এইচআর/মে ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test