E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

একুশে টেলিভিশনের চেয়ারম্যানের মুক্তির দাবিতে মানববন্ধন

২০১৫ জানুয়ারি ১৩ ১৮:৪৬:১২
একুশে টেলিভিশনের চেয়ারম্যানের মুক্তির দাবিতে মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি : একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালামের মুক্তির দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন করেছে সাংবাদিকরা। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে শহরের প্রধান সড়ক এনএস রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন সাগর, সহসভাপতি মিজানুর রহমান লাকী, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম মুকুল, দেশতথ্য পত্রিকার সম্পাদক এসএম হালিমুজ্জামান, সময়ের কাগজ পত্রিকার সম্পাদক আবু বকর সিদ্দিক, বাংলা ভিশনের জেলা প্রতিনিধি হাসান আলী, রাইজিংবিডি ও ভোরের পাতা পত্রিকার কাঞ্চন কুমারসহ অনেকে। বক্তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা আজ হুমকির মুখে।

দেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালামকে গ্রেফতারের মাধ্যমে সরকার স্বাধীন সংবাদ মাধ্যমের টুটি চেপে ধরেছে। বক্তারা অবিলম্বে আব্দুস সালামের মুক্তি দাবি করেন। সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে অনুষ্ঠিত এ মানববন্ধনে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন একাত্মতা ঘোষণা করে।

(কেকে/এএস/জানুয়ারি ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test