E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লাকসামে বিভিন্ন স্থানে পৃথক সংর্ঘষের মধ্যদিয়ে অবরোধ কর্মসূচি

২০১৫ জানুয়ারি ১৩ ২০:২৯:২৪
লাকসামে বিভিন্ন স্থানে পৃথক সংর্ঘষের মধ্যদিয়ে অবরোধ কর্মসূচি

লাকসাম প্রতিনিধি :গতকাল মঙ্গলবার কুমিল্লার লাকসামের গাড়ী ভাংচুর, ধাওয়া পাল্টা ধাওয়া, টায়ারে অগ্নিসংযোগ ও বিক্ষোভের মধ্য দিয়ে ২০ দলীয় জোটের অবরোধ কর্মসুচি পালিত হয়েছে।

ওইদিন সকালে লাকসাম দৌলতগঞ্জ বাজারে পৌর বিএনপি টায়ারে অগ্নিসংযোগ ও বিক্ষোভ মিছিল করে, মুদাফ্ফরগঞ্জ বাজারে অবরোধ কালে বেশ কয়েকটি গাড়ী ভাংচুর, অবরোধকারীরা কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পরানপুর বাজারে যানবাহন চলাকালে বাধাদিলে পুলিশ ও অবরোধ কারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড রাবারের গুলি ছুড়ে। পরে অবরোধকারীরা পিছু হটলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কুমিল্লা র‌্যাব-১১ এর এএসপি শাহ শিবলী সাদিক,লাকসাম থানা পুলিশের অফিসার ইনচার্জ মনোয়ার হোসেন চৌধুরী,বরুড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ নাসির হোসেনের নেতৃত্বে পরানপুর বাজার সংলগ্ন কৈত্র গ্রামের পন্ডিত বাড়ীর আল-আরাফাহ মসজিদের মুসল্লিদের সাথে এলাকার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনের বিষয়ে মত বিনিময় ও তাদের সহায়তার কামনা করেন এবং নিজেদের মধ্যে প্রতিরোধ গড়ারও আহবান জানান।

এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ ৩ জনকে আটক করেছে।
একই দিন মুদাফ্ফরগঞ্জ বাজারে অবরোধের সমর্থনে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ শেষে টায়ারে অগ্নিসংযোগ করে এ সময় স্থানীয় যুবলীগ কর্মীরা বাধা দিলে উভয়ের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।পরে অবরোধকরীরা লাকসাম-মুদাফ্ফরগঞ্জ সড়কের মাথায় বেশ কয়েকটি সিএনজি চালিত অটোরিক্সা ভাংচুর করে। সংবাদ পেয়ে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে আটক করে থানায় নিয়ে আসেন।

(সিএস/এসসি/জানুয়ারি১৩,২০১৫)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test