E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুষ্টিয়ায় ৩ অপহরণকারীকে গণপিটুনি, অপহৃত কিশোর উদ্ধার

২০১৪ মে ০৭ ১২:২৬:০৫
কুষ্টিয়ায় ৩ অপহরণকারীকে গণপিটুনি, অপহৃত কিশোর উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারা এলাকার একটি চাল কলের শ্রমিক আব্দুল মতিনকে (১৭) অপহরণ করে নিয়ে যাওয়ার সময় বিক্ষুদ্ধ জনতা ৩ অপহরণকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেছে। উদ্ধার করেছে অপহৃত যুবককে। পুড়িয়ে দিয়েছে অপহরণ কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস।

মঙ্গলবার রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটেছে।

পুলিশ ৩ অপহরণকারীকে আটক করেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, কুষ্টিয়া সদর উপজেলার বৃহত্তম চালের মোকাম খাজানগরের পাশ্ববর্তী বড় আইলচারা এলাকার মাতৃভান্ডার চাল কলের চাতাল শ্রমিক আব্দুল মতিনকে (১৮) অপহরণ করে একটি মাইক্রোবাসযোগে নিয়ে যাওয়ার সময় বিষয়টি জানাজানি হলে এলাকার বিক্ষুদ্ধ জনতা রাস্তায় বেরিয়ে আসে। খবর পেয়ে ওই এলাকার নাজিরপুর ক্যাম্প পুলিশও এ ব্যাপারে অপহরণকারীকে উদ্ধারে এগিয়ে আসে। রাত তখন সাড়ে ৯টা। কুষ্টিয়া পোড়াদাহ সড়কের কবুরহাটে এলাকাবাসী একটি গাড়ি ব্যারিকেড দিয়ে অপহরণকারীদের মাইক্রোবাসটি গতিরোধ করে। এ সময় বিক্ষুদ্ধ জনতা মাইক্রোবাসে থাকা তিনজন অপহরণকারী রহমান (২২), দিদার (২৫) ও সুমনকে (২২) গণপিটুনি দেন এবং অপহৃত আব্দুল মতিনকে উদ্ধার করে।

অপহরণকারী তিনজনই পাশ্ববর্তী চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন এ অপহরণের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। পুড়িয়ে দেওয়া মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। তিন অপহরণকারীকে আটক করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপহৃতকেও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

(ওএস/এইচআর/মে ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test