E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিলেটে পুলিশকে লক্ষ্য করে ককটেল

২০১৫ জানুয়ারি ১৪ ১১:৩৪:২৭
সিলেটে পুলিশকে লক্ষ্য করে ককটেল

সিলেট প্রতিনিধি : সিলেটে ঝটিকা মিছিল, পিকেটিং, গাড়ি ভাঙচুর আর পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে চলছে ছাত্রদল ও ছাত্রশিবিরের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল।

২০ দলীয় জোট নেত্রী খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদ ও আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে সিলেট মহানগর ছাত্রদল এবং মহানগর জামায়াতের আমীরকে গ্রেফতারের প্রতিবাদে ছাত্রশিবির পৃথকভাবে হরতাল কর্মসূচি পালন করছে।

নগরীর বন্দর বাজারে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ছাত্রদলের ঝটিকা মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে তিনটি ককটেল নিক্ষেপ করা হয়। এ সময় পুলিশ পিছু হটার কারণে হতাহতের ঘটনা ঘটেনি।

অপরদিকে চৌকিদেখি এলাকায় সকাল ৯টায় ছাত্রশিবির একটি ট্রাক ও একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে। এ সময় ইটের আঘাতে সিএনজি অটোরিকশার এক চালক আহত হন। এর আগে সকাল ৮টার দিকে নগরীর কুমারপাড়া ও শাহী ঈদগাহ এলাকায় ঝটিকা মিছিল করে ছাত্রশিবির। মিছিল থেকে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা রাস্তায় টায়ার জ্বালায়। অন্যদিকে নগরীর শাহপরান এলাকা থেকে পুলিশ পিকেটিংকালে এক যুবককে আটক করেছে। তবে এখনো তার নাম জানানো হয়নি।

এদিকে অবরোধ ও হরতালের কারণে নগরীতে সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও হালকা যানবাহন চলাচল করছে। সিডিউল বিপর্যয়ের মাঝে রেল চলাচল করলেও দূরপাল্লার বাস চলাচল করছে না।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জিদান আল মূসা বলেন, হরতালে নাশকতা ঠেকাতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

(ওএস/পিবি/জানুয়ারি ১৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test