E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যানবাহন অকেজো করতে বগুড়ার মহাসড়কে লোহার সুচালো ত্রিফলা

২০১৫ জানুয়ারি ১৪ ২১:০৮:২৯
যানবাহন অকেজো করতে বগুড়ার মহাসড়কে লোহার সুচালো ত্রিফলা

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় অবরোধ সমর্থকরা মহাসড়কে গাড়ি অকেজো করে ফেলতে সড়ক, মহাসড়কে ফেলছে লোহার তৈরী বিশেষ ত্রিফলা। ত্রিফলা এলাকা পার হতে গিয়ে যানবাহনের টায়ার ফুটো হয়ে অকেজো হওয়ার পরপরই গাড়িতে হামলা করছে অবরোধ সমর্থকরা।

জানা যায়, বগুড়া-ঢাকা ও রংপুর-বগুড়া মহাসড়কে অবরোধ সমর্থকরা রাতের আধারে ফেলে রাখছে যানবাহনের চাকা ফুটোকারি বিশেষভাবে তৈরী লোহার ত্রিফলা।

ত্রিভুজ আকৃতির সুচালো ত্রিফলায় বিদ্ধ হয়ে আটকে যাচ্ছে গাড়ি। পাংচার হচ্ছে গাড়ির চাকা। এরপরই ভাংচুর ও অগ্নিসংযোগ করা হচ্ছে গাড়িগুলোতে।

২০১৩ সালের শেষের দিকে প্রথম এমন কৌশল অবলম্বন করেছিল জামায়াত-শিবিরের কর্মীরা। এবারও মহাসড়কে গাড়ি বহর ঠেকাতে ও পুলিশকে নাজেহাল করতে একই ধরণের কৌশল নিয়েছে অবরোধকারীরা।

বগুড়া পুশির সুপার মোজাম্মেল হক পিপিএম জানান, গত টানা ৮ দিন অবরোধ চলাকালে বগুড়া সদরের বাইপাস হাইওয়ের গোকুল, মাটিডালি, বারপুর, ছিলিমপুর ও বনানীতে এরকম ত্রিফলায় বিদ্ধ হয়ে চাকা পাংচার হয়েছে পাঞ্চার হয়েছে ২০টির মত যানবাহন। কিছু কিছু সড়ক থেকে অপসারণ করা হয়েছে। গত রোববার রাতে গাজিপুরে টঙ্গিতে বিশ্ব ইজতেমায় ডিউটি পালন শেষে রংপুরে ফেরার পথে গোকুলে পুলিশের এই ত্রিফলাতে চাকায় বিদ্ধ হয়ে একটি গাড়ি আটকা পড়ে। রাস্তায় এ ধরণের ত্রিফলা ছড়িয়ে রেখে এই গাড়ির চাকা ফুটো করে দেয়া হয়। তখন গাড়িটি থেমে যায়। এ সময় অবরোধকারীরা অতর্কিতভাবে হামলা চালিয়ে পুলিশের এই গাড়িতে ভাংচুর চালায়।

অবরোধকারীদের ইট-পাটকেলের আঘাতে আহত হন ইজতেমা থেকে ফেরা দুই পুলিশ কনস্টেবল। এদের মধ্যে কনস্টেবল জোবায়েরের অবস্থা গুরুতর। তিনি মাথায় আঘাত পান। মুমূর্ষু অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুধু এই গাড়িই নয়, সেখানে পুলিশের আরও দু’টি গাড়ির চাকাও পাংচারর হয়েছে। পুলিশ সুপার আরও জানান ইতিমধ্যে গোকুল ও বারপুর থেকে এ ধরণের বেশ কিছু লোহার ত্রিফলা উদ্ধার করা হয়েছে। অবরোধে রাতে যানবাহন চলাচল ঠেকাতে অবরোধ সমর্থকরা এমন কৌশল নিয়েছে। তবে পুলিশ এ ব্যাপারে সজাগ রয়েছে। পথে যতই এরকম কাটা দেয়া হোক না কেন পণ্যবাহী ট্রাক বহর পার করতে পুলিশের কোন সমস্যা হবে না।


(এএসবি/এসসি/জানুয়ারি১৪,২০১৫)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test