E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বগুড়ায় অবরোধে প্রভাব পড়েনি; বিভিন্ন অভিযোগে গ্রেফতার ৩৮

২০১৫ জানুয়ারি ১৬ ১৮:০৯:৪৪
বগুড়ায় অবরোধে প্রভাব পড়েনি; বিভিন্ন অভিযোগে গ্রেফতার ৩৮

বগুড়া প্রতিনিধি : অবরোধে উপেক্ষা করে সাধারণ জনগণ বাহিরে এসেছে। শহরে সাধারণ মানুষের ভিড় বেড়েছে দ্বিগুণ। আজ শুক্রবার বগুড়া শহরের ছিল জীবনযাত্রা স্বাভাবিক। ট্রেন বাস চলাচল করেছে। বগুড়ায় অবরোধে কোথাও কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি। জেলা শহরে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শুক্রবার ছুটির দিন হলেও মানুষ প্রয়োজনের তাগিদে বের হয়ে পড়েছে সাধরণ মানুষ। অবরোধ উপেক্ষা করে মহাসড়কে দূর পাল্লার যানজট চলাচল করছে। শহরে যানজট বেড়েছে। মার্কেটগুলো খোলা ছিল। শহরের বিভিন্ন মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত জেলা পুলিশ বিভাগ অভিযান চালিয়ে নাশকতা মামলায় ১৪ জনসহ বিভিন্ন অভিযোগে ৩৮জনকে গ্রেফতার করেছে।

জানা যায়, বগুড়ার আদমদীঘি থানা পুলিশ উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আহসান হাবিব পল্টুকে গ্রেফতার করেছে। সে উপজেলা সদর ইউনিয়নের জিনইর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে এবং আওয়ামীলীগের শোকর‌্যালীতে হামলা করা সংক্রান্ত দ্রুত বিচার আইন মামলায় অভিযুক্ত। বগুড়ার সহকারি পুলিশ সুপার গাজিউর রহমান জানান, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে নাশকতা, গাড়ী ভাংচুর ওঅগ্নিসংযোগের ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন অভিযোগে আরো ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

(এএসবি/পি/জানুয়ারি ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test