E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুমিল্লায় রবিবার সকাল-সন্ধ্যা হরতাল

২০১৫ জানুয়ারি ১৬ ১৯:৪০:৪২
কুমিল্লায় রবিবার সকাল-সন্ধ্যা হরতাল

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় হরতালে চলাকালীন সময় ২০ দলীয় জোটের নেতাকর্মীদের উপর হামলা এবং পুলিশ-সাংবাদিক উপর হামলার প্রতিবাদের ও এ ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে রবিবার সকাল-সন্ধ্যা হরতাল আহবান করা হয়েছে।

শুক্রবার বিকালে কুমিল্লা শহরের ভিক্টোরিয়া কলেজ রোডস্থ বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশ থেকে এ হরতাল ঘোষণা করা হয়। এরপর শহরে বিক্ষোভ মিছিল করে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা।

সমাবেশে বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি পালন করছিলাম। হঠাৎ করে আওয়ামীলীগ সমর্থিতরা অস্ত্রসন্ত্র নিয়ে আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালায়। এতে আমাদের কয়েকজন নেতাকর্মী, পুলিশ, সাংবাদিক আহত হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরো বলেন, হামলা করেছে আওয়ামীলীগের সন্ত্রাসীরা। অথচ মামলা হয়েছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।

পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে মোস্তাক মিয়া বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার এবং যারা হামলা চালিয়ে বিএনপি নেতাকর্মী পুলিশ সাংবাদিককে আহত করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। এ ঘটনার প্রতিবাদে আগামীকাল রবিবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করবো।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বিএনপি নেতা আবদুর রউফ চৌধুরী ফারুক, জেলা বিএনপির প্রচার সম্পাদক মোস্তফা জামান, যুবদলের সভাপতি আমিরুজ্জামান আমির, শহর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জসিম উদ্দিন ভিপি, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোজাহিদ চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, বিএনপি নেতা হাজী আবদুস সালাম মাসুক,স্বেচ্ছাসেবক দল নেতা রেজাউল হক আখি, ছাত্রদলের সভাপতি উৎবাতুল বারী আবু, সিনিয়র সহ সভাপতি সাজ্জাদুল কবির সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদসহ যুবদল, ছাত্রদল নেতাকর্মীরা।

(একেএইচ/এটিআর/জানুয়ারি ১৬, ২০১৫)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test