E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সারিয়াকান্দিতে কিশোরী উন্নয়ন সংস্থার উদ্বোধন

২০১৫ জানুয়ারি ১৬ ১৯:৪৬:৫৬
সারিয়াকান্দিতে কিশোরী উন্নয়ন সংস্থার উদ্বোধন

বগুড়া প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমনের উদ্যোগে গঠন করা হয়েছে কিশোরী উন্নয়ন সংস্থা।

উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে শুক্রবার বাড়ইপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর খাজা নাজিম উদ্দিনের চাতালে সকাল বেলা ১২ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্থার প্রতিষ্ঠাতা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমন। সংস্থার সভাপতি লাভলী আক্তারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ এএসএম ওয়াহেদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, দপ্তর সম্পাদক রেজাউল করিম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুর বেগম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম আকিল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তিতাস মাহমুদ রতন,সংস্থার সাধারণ সম্পাদক লাকী আক্তার প্রমুখ।

এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি বাড়ইপাড়ায় সংস্থার কার্যালয়ের ফিতা কেটে উদ্বোধন করেন। বিকেল ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংস্থার সভানেত্রী লাভলী আক্তার জানান,কিশোরীদের উন্নয়নে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমনের উদ্যোগে ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে কিশোরী উন্নয়ন সংস্থা গঠনের কাজ শুরু করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নানকে প্রধান উপদেষ্টা করে ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি করা হয়েছে। সম্মানিত উপদেষ্টাদের পরামর্শে ৭সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি সংস্থার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

কিশোরীদের উন্নয়নে লেখাপড়ার পাশাপাশি, বাল্য বিবাহ রোধ সহ বিভিন্ন বিষয়ে সচেতন করা হচ্ছে। সংস্থার কর্মকান্ডে কিশোরীদের সারা পাওয়ায় বর্তমানে সংস্থায় ১শ৫০ জন সদস্য রয়েছে।

এ ব্যাপারে আলমগীর শাহী বলেন, এলাকার অনেক কিশোরী রয়েছে তারা তাদের নিজেদের অধিকার সম্পর্কে পুরোপুরি সচেতন না। নানা কারণে কিশোরী বয়সেই অনেকে মেয়ের বিয়ে হয়ে যায়। ফলে বাল্য বিবাহের কবলে পড়ে সুন্দর ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে যায়। অল্প বয়সেই স্বামীর সংসারের বন্দিদশা জবীন যাপন যে কত কষ্টের তা ভুক্তভুগি মেয়েরাই ভাল জানে। এই সংস্থা বাল্য বিবাহ প্রতিরোধসহ কিশোরীদের মাঝে সচেতনতা সৃষ্টি করবে।

(এএসবি/এটিআর/জানুয়ারি ১৬, ২০১৫)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test