E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইজতেমার দ্বিতীয় দিনে বৃষ্টি; এক মুসল্লির মৃত্যু

২০১৫ জানুয়ারি ১৭ ১০:৫০:১১
ইজতেমার দ্বিতীয় দিনে বৃষ্টি; এক মুসল্লির মৃত্যু

টঙ্গী প্রতিনিধি : টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন শনিবার ভারতের মাওলানা হজরত শওকতের আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে। বয়ানের তরজমা করছেন বাংলাদেশের মাওলানা নূরুর রহমান। এদিন ভোররাতে ইজতেমা ময়দানসহ গাজীপুরে এক পশলা হালকা বৃষ্টি হয়েছে। এদিকে ইজতেমায় এক মুসল্লির মৃত্যু হয়েছে।

ইজতেমা মাঠে অবস্থানরত পাবনা জেলার সুজানগর থানার শারিরভিটা এলাকার মুসল্লি তোফাজ্জল হোসেন (৫৫) বলেন, ‘শনিবার ভোররাত সাড়ে ৪টার দিকে হালকা বৃষ্টি শুরু হয়। সঙ্গে আনা প্রয়োজনীয় কাপড় চোপড় পলিথিনে মুড়িয়ে রাখি। এত কোনো সমস্যা হয়নি।’ প্রায় একই রকম কথা জানালেন নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ছলকর্মী এলাকার নূরুল ইসলাম (৬০)। তিনি জানান, বৃষ্টিতে মাঠে টানানো সামিয়ানা ভিজে ফোটা ফোটা বৃষ্টি পড়েছে।

দ্বিতীয় দিনও লাখো মুসল্লির উপস্থিতিতে চলছে কোরআন-হাদিসের আলোকে বয়ান। শনিবারও ইজতেমাস্থলে মুসল্লিরা আসছেন। শিল্প নগরী টঙ্গী ইজতেমা উপলক্ষে এখন যেন ধর্মীয় নগরীতে পরিণত হয়েছে। আখেরি মোনাজাতের আগ পর্যন্ত মানুষের এ ঢল অব্যাহত থাকবে। আগামীকাল রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

এক মুসল্লির মৃত্যু

বিশ্ব ইজতেমা ময়দানে আসা আরো এক মুসল্লির মৃত্যু হয়েছে। তার নাম আলী আজিম হাওলাদার (৬৪)। তিনি বরিশালের টিকাশ্বর এলাকার রহম আলী হাওলাদারের ছেলে। বিশ্ব ইজতেমার মাসলেহাল জামাতের ডা. আলী আকবর জানান, বার্ধক্যজনিত রোগে ভোররাতে আলী আজিম মারা যান। এ নিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে পাঁচ মুসল্লির মৃত্যু হয়েছে।

যৌতুক বিহীন বিয়ে

শনিবার বাদ আসর বিশ্ব ইজতেমার যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হবে। তাবলিগের রেওয়াজ অনুযায়ী ইজতেমার দ্বিতীয় দিন বাদ আছর বয়ান মঞ্চের পাশে বসে যৌতুকবিহীন বিয়ের আসর। এখানে কনের উপস্থিত থাকার প্রয়োজন হয় না। কনের সম্মতিতে বর ও কনে পক্ষের লোকজনের উপস্থিতিতে এ বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়েতে মোহরানা ধার্য করা হয় ‘মোহর ফাতেমি’র নিয়মানুযায়ী। এ নিয়ম অনুযায়ী মোহরানার পরিমাণ ধরা হয় দেড়শ’ তোলা রূপা বা উহার সমমূল্য অর্থ। বিয়ের পর নব দম্পতিদের সুখ-সমৃদ্ধিময় জীবন কামনা করে মোনাজাত হয় এবং মঞ্চের আশপাশের মুসুল্লিদের মাঝে খেজুর বিতরণ করা হয়। উল্লেখ্য, ইজতেমার প্রথম পর্বে ১২১টি যৌতুকবিহীন বিয়ে হয়েছিল।

(ওএস/পি/জানুয়ারি ১৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test