E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রায়েরবাগে বাসে আগুন, জবি ছাত্রী দগ্ধ

২০১৫ জানুয়ারি ১৭ ১১:৪৪:২৯
রায়েরবাগে বাসে আগুন, জবি ছাত্রী দগ্ধ

স্টাফ রিপোর্টার : বিএনপির লাগাতার অবরোধের মধ্যে শনিবার সকালে যাত্রাবাড়ীর রায়েরবাগে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রীসহ কয়েক জন দগ্ধ হয়েছেন।

শনিবার সকাল পৌনে ৯টার দিকে রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় প্রাইম পরিবহনের বাসটিতে আগুন দেওয়া হয়। দগ্ধ জবি শিক্ষার্থীর নাম সুলতানা ইসলাম দীবা। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। বর্তমানে দীবা ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আগুনে তার বাঁ পায়ের হাঁটুর নিচের বেশিরভাগ অংশ পুড়ে গেছে বলে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, সকালে রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় প্রাইম পরিবহণের একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসের অধিকাংশই পুড়ে গেছে। তবে ওই ঘটনায় আহতদের সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন তিনি।

গত ৫ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অবরোধ ডাকার পর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটছে। বাসে আগুনে দগ্ধ হয়ে এরইমধ্যে বেশ কয়েকজন নিহত হয়েছেন।

(ওএস/পি/জানুয়ারি ১৭, ২০১৫)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test