E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নোয়াখালীতে অটোরিক্সায় আগুন দিয়েছে অবরোধকারীরা

২০১৫ জানুয়ারি ১৯ ১৩:৩৭:১৬
নোয়াখালীতে অটোরিক্সায় আগুন দিয়েছে অবরোধকারীরা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলা শহরের জামে মসজিদ মোড়ে সকাল আটটার দিকে সিএনজি চালিত একটি অটোরিক্সায় আগুন দিয়েছে অবরোদকারীরা। ঘটনার পরপরই পাশে অবস্থানরত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসে।

তবে এর আগেই অটোরিক্সার বেশকিছু অংশ পুড়ে যায়। এ সময় হতাহত হয়নি কেউ। একই সময় শহরের মফিজ প্লাজার সামনে একটি ট্রাকে আগুন দেয়ার চেস্টা করে ব্যর্থ হয় অবরোধকারীরা। আইন শৃঙ্খলা বাহিনী তৎপর থাকায় ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় অবরেঅধকারীরা।
মো. ইলিয়াছ শরীফ জানান, যেকোন ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিহত করে জনজীবন স্বাভাবিক রাখতে শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। শহরের মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন এবং গুরুত্বপূর্ণ সড়কে পুলিশের টহল জোরদার করা হয়েছে। জেলার অভ্যন্তরীন বিভিন্ন সড়কে সকাল থেকে সব ধরনের যানবাহন চলাচল করছে। আই শৃঙ্খলা বাহিনীর পাহারায় জেলা শহর থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস ট্রাক। সিএনজি অটোরিক্সায় আগুন দেয়ার সাথে জড়িতদেরকে আইনের আওতায় আনা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৪৯ জনকে আটক করে পুলিশ। আটককৃতদের মধ্যে বিএনপি জামায়াতের ১৫ জন নেতাকর্মী রয়েছে। পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ জানান, অবরোধ ও হরতালে নাশকতা ঠেকাতে রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদের পর তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

(যেএবি/পিবি/জানুয়ারি ১৯,২০১৫)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test