E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুষ্টিয়ায় মাতৃত্বকালীন ভাতা ভোগীদের প্রশিক্ষণ কর্মশালা

২০১৫ জানুয়ারি ১৯ ১৫:২৯:৩০
কুষ্টিয়ায় মাতৃত্বকালীন ভাতা ভোগীদের প্রশিক্ষণ কর্মশালা

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে দারিদ্র মার জন্য মাতৃত্বকাল ভাতা ভোগীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ কর্মশালায় সদরপুর ইউপি চেয়ারম্যান নিয়াত আলী লালু মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন। এ সময় তিনি বলেন, একজন মা পারে একটি শিক্ষিত জাতি উপহার দিতে। কারন আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। তাই আপনারা একটি সুস্থ ও সুন্দর শিশু জন্মদিন। যাতে তারা অপুষ্ঠিতে না ভোগে।

তিনি আরো বলেন, এ সরকারের আমলে সরকার দারিদ্র জনগোষ্ঠির উন্নয়নে ব্যাপক কর্মসুচী গ্রহন করেছে। আপনারা এ সরকারকে সহযোগিতা করুন, যাতে করে দেশ ও জাতির উন্নতি হয়।

কর্মশালায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান। তিনি বলেন, এ সরকারকে ধন্যবাদ জানানো উচিত। এ সরকারের সময়ে আপনাদের ভাগ্যের উন্নয়ন ঘটছে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরে সফুরা ফেরদৌস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুরাদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সুশান্ত কুমার প্রামানিক, সদরপুর ইউপির সাবেক চেয়ারম্যান রবিউল হক রবি, তাইজাল হোসেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (অবসরপ্রাপ্ত) জয়চাঁদ মন্ডল।

আরো বক্তব্য রাখেন সদরপুর ইউপি আ’লীগের সাংগাঠনিক সম্পাদক শফিউল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুস ছাত্তার, সদরপুর ইউপি যুবলীগের সাধারন সম্পাদক জুয়েল আহম্মেদ, সদরপুর ইউপি সদস্য আশরাফুল হক আশা, চাঁদ আলী, আশাদুজ্জামান খাজেম, লিয়াকত আলী, জামরুল ইসলাম, জহুরা খাতুন, গুলশানারা খাতুন, নুরুন্নাহার খাতুন, ইউপি সচিব আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

(কেকে/এএস/জানুয়ারি ১৯, ২০১৫)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test