E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় নিহত বিজিবি সিপাহীর বাড়ি তৈরি করে দিলেন কর্তৃপক্ষ

২০১৫ জানুয়ারি ১৯ ১৬:১০:৩৩
মাগুরায় নিহত বিজিবি সিপাহীর বাড়ি তৈরি করে দিলেন কর্তৃপক্ষ

মাগুরা প্রতিনিধি : হরতালকারীদের হামলায় নিহত বিজিবি সেনা সদস্যর পরিবারকে বাড়ি নির্মাণ করে দিয়েছে বিজিবি কর্তৃপক্ষ। নবনির্মিত এ বাড়ির চাবি সোমবার নিহত বিজিবি সিপাহী রিপন হোসেনের স্ত্রী শিলা আখতারের হাতে তুলে দেন বিজিবি যশোর রিজিয়নের কমান্ডার অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান শেখ মো. শহীদুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি ।

এসময় বিজিবি কুষ্টিয়া সেক্টর কমান্ডার উপ-মহাপরিচালক জাবেদ সুলতান, ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল এস এম মনিরুজ্জামান, মাগুরা সদর ইউএন ও আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন। ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের তত্ত্বাবধানে বিজিবির সার্বিক সহায়তায় মাগুরা সদর উপজেলার হাজিপুর গ্রামে প্রায় দশ লক্ষ টাকা ব্যয়ে এক তলা এ বাড়ি নির্মাণ করা হয়েছে ।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৬ নভেম্বর কুমিল্লা শহরে চৌমুহনী নামক স্থানে হরতাল চলাকালে ১০ বিজিবি ব্যাটালিয়নের সিপাহী মো. রিপন হোসেন হরতাল সমর্থনকারীদেরকে ধাওয়া করে অশান্ত পরিস্থিতি শান্ত করার চেষ্টা কারেন । এসময় দুষ্কৃতিকারীদের গুলি ও ককটেল নিক্ষেপে সিপাহী রিপন হোসেন নিহত হন।

(ডিসি/এএস/জানুয়ারি ১৯, ২০১৫)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test