E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টানা অবরোধে বরগুনার জনজীবন বিপর্যস্ত

২০১৫ জানুয়ারি ১৯ ১৭:০৪:৪৫
টানা অবরোধে বরগুনার জনজীবন বিপর্যস্ত

বরগুনা প্রতিনিধি : বিএনপিসহ ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধের কবলে পড়ে বরগুনার জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে অবরোধে এজেলার দুরাপাল্লার ২৫টি রুটে গাড়ী চলাচল বন্ধ থাকায় মানুষের নিত্য যাতায়াতে কষ্টকর অবস্থা বিরাজ করছে। গাড়ি চলাচল বন্ধ থাকার কারনে পণ্য পরিবহনে সংকট সৃষ্টি হয়েছে। এতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য আসতে না পারায় জিনিসপত্রের দাম বাড়ছে। বাজারে কাঁচামালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর সংকট চলছে। জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি ঘটেছে।

অপরদিকে টানা অবরোধে পরিবহন সংকট ও নিরাপত্তার অভাবে উপজেলার তিনটি ব্যাংক সোনালী,পূবালী ও কৃষি ব্যাংকে অর্থ সরবরাহ না থাকায় গ্রাহকরা তাদের প্রয়োজনীয় লেনদেন করতে পারছে না। ব্যাংকের গ্রাহকরা সংশ্লিষ্ট ব্যাংকে অর্থ উত্তোলন করতে গিয়ে টাকা না পেয়ে ফিরে আসছেন।

এ ব্যাপারে সোনালী ব্যাংক বামনা শাখার ব্যবস্থাপক পিযুষ কান্তি হালদার বলেন, ব্যাংকে আর্থিক সংকট অবস্থা বিরাজ করার সত্যতা নিশ্চিত করে বলেন, টানা অবরোধের কবলে পড়ে এমন অবস্থা হয়েছে। যানবাহন সংকট ও পথে নিরাপত্তার অভাবজনিত কারণে ব্যাংকে টাকা সরবরাহ বন্ধ রয়েছে। অবরোধের মধ্যে টাকা আনা ও নেওয়ার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা কর্মীর অভাব রয়েছে।

বরগুনা সদরের কাঁচামাল ব্যবসায়ি মো. মজিবুর জানান,অবরোধের কারনে ঠিকমত গাড়ি না আসায় কাচা মালের সংকট দেখা দিয়েছে। এতে তারা ব্যবসায়িকভাবে লোকসানের মধ্যে পড়েছেন। ফলে কাচামালের কিছুটা দাম বৃদ্ধি ঘটেছে। এমন অবস্থা চলতে থাকলে মানুষের জীবনে আরও চরম দুরাবস্থা দেখো দেবে।

লঞ্চঘাটের ইজারাদার মো মাসুদ বলেন,অবরোধের কারনে দেশের দুরদুরান্তের পরিবহন বাস সাভিংস বন্ধ । তবে লঞ্চ সার্ভিস চলছে আতংকের মধ্যে। পরিবহন বাস না চলায় এসব যাত্রী সাধারণ বাধ্য হয়ে ঝুকি নিয়ে লঞ্চে যাতায়াত করছে।

(এমএইচ/এএস/জানুয়ারি ১৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test