E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত’

২০১৫ জানুয়ারি ১৯ ১৮:২০:০৮
‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত’

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কুষ্টিয়া শাখার উদ্যেগে সংগঠনের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী’র প্রশিক্ষন মিলনায়তনে প্রবীন সাংবাদিক ও ৭১’র ঘাতক দালাল নির্মূল কমিটি কুষ্টিয়া’র উপদেষ্টা মন্ডলীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ ওয়ালীউল বারী চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনে জেলা ও উপজেলার নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, যে নীতি আদর্শ ও চেতনায় জাগরিত জনতা নিজের জীবনকে উৎসর্গ করে সেদিন মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল ৩০ লক্ষ শহীদের আত্মদান ২লক্ষ মা-বোনের সম্ভ্রমহানির মধ্যে দিয়ে অর্জিত স্বাধীনতা যুদ্ধোত্তর কালেও সে সময়ের পরাজিত শক্তি রাজাকার, আলবদর, আলসামস বাহিনীর প্রেতাত্মা, সাম্প্রদায়িক জঙ্গীবাদি গোষ্ঠী বার বার খুবলে খাওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে এদেশেরই কিছু মুখোশধারী কুচক্রী মহলের পৃষ্ঠোপোষকতায়। কিন্তু প্রতিবারই সেই শকুনী আক্রমণ মুক্তিযুদ্ধের চেতনায় জাগরিত দেশপ্রেমিক অতন্দ্র প্রহরীদের কাছে পরাস্ত হয়েছে, যার জন্ম হয়েছিলো শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গড়ে উঠা ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিবাদ প্রতিরোধ মুখর আন্দোলন সংগ্রামের গর্ভ থেকে।

সীমাহীন বাধা-বিপত্তি মোকাবিলা করে সেদিন শহীদ জননীর নেতৃত্বে গড়ে উঠা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য আজও পর্যন্ত পূর্নাঙ্গ অর্জিত হয়নি। সে কারণে আজ এই সংগঠনের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দাঁড়িয়ে আবারও দৃঢ়তার সাথে নব উদ্যোগে আন্দোলন সংগ্রামকে বেগবান করতে হবে যতদিন পর্যন্ত সকল যুদ্ধাপরাধীর বিচারের রায় বাস্তবায়ন, যুদ্ধাপরাধের দায়ে দোষী সাব্যস্ত/প্রমানিত জামায়াত-শিবিরসহ সকল সাম্প্রদায়িক জঙ্গীবাদী রাজনীতি আইন করে নিষিদ্ধ করে মহান মুক্তিযুদ্ধের চেতনায় শ্রেণী বৈষম্যহীন, শোষণমুক্ত অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম গড়ে তোলার কোন বিকল্প নেই।

এসময় বক্তব্য রাখেন, ৭১’র ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক অসিত সিংহ রায়, সাংগঠনিক সম্পাদক মজিবুল সেখ, সদস্য রাশিদুল ইসলাম বিপ্লব, সদর উপজেলার সদস্য সচিব আল আসাদ রেমন, সদস্য মওদুদ রানা, লোকমান হেকিম, মাহবুব হাসান, সম্মিলিত সাংস্কৃতিক জোট কুষ্টিয়ার সাধারণ সম্পাদক শাহীন সরকার, মানবাধিকার কর্মী হাসান আলী, সাংবাদিক নেতা শরীফ বিশ্বাস, হাসান বেলাল, ছাত্রনেতা আল-আমিন, যুবনেতা আব্দুল আলীম, আলমগীর হোসেন শাহিন, সাইফুল ইসলাম পিন্টু, মিতুল হোসেন ও হৃদয় আহমেদ প্রমুখ।

(কেকে/এএস/জানুয়ারি ১৯, ২০১৫)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test