E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজীপুরে বাবা-মেয়ে হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবি

২০১৫ জানুয়ারি ২০ ১৮:৩৭:৪১
গাজীপুরে বাবা-মেয়ে হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবি

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কোনাবাড়ির শাহ সুফি ফসিউদ্দিন স্কুলের ছাত্রী আঁখি আক্তার ও তার বাবা সাইফুল ইসলামের খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মঙ্গলবার সকালে মানববন্ধন ও মৌনমিছিল করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা। এ সময় ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। অন্যথায় হরতালসহ কঠোর কর্মসূচী দেয়া হবে ঘোষণা দেওয়া হয়।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পোড়াবাড়ি বাসষ্ট্যান্ড থেকে নগপাড়া পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়ক উভয়পাশে সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ওই মানববন্ধন পালিত হয়। গাজীপুর চৌরাস্তা, কোনাবাড়ী ও সালনাসহ আশপাশের ৩০ টির স্কুল ও মাদ্রাসার ছাত্রছাত্রী এতে অংশ নেয়। এলাকাবাসীও শিক্ষার্থীদের সাথে কর্মসূচীতে যোগ দিয়ে জড়িতদের গ্রেপ্তার বিচারের দাবিতে নানা শ্লোগান দেয়। পর্যায়ে পোড়াবাড়ি বাসস্ট্যান্ডে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আধ ঘন্টা অবরোধ করে রাখা হয়। পরে পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

আঁখির স্কুলের প্রধান শিক্ষক সানাউল্লাহ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য দেন স্থানীয় কাউন্সিলর এ্যাডভোকেট আঞ্জুমান আরা বেগম, মনির মাষ্টার, মো. সিরাজ উদ্দিন, খালেক আকন্দ প্রমুখ।

সানাউল্লাহ সরকার বলেন, ‘আঁখি আক্তার ও তার বাবার নৃশংস হত্যাকাণ্ডের পাঁচ দিন পেরিয়ে গেছে। এখনও মুল হোতারা গ্রেপ্তার হয়নি। এ কারণে আমরা ব্যথিত ও ক্ষুব্ধ।’ আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের গ্রেপ্তার করা না হলে হরতালসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গাজীপুরের উত্তর সালনায় বুধবার গভীর রাতে ঘরে ঢুকে কোনাবাড়ির শাহ সুফি ফসিউদ্দিন স্কুলের ছাত্রী দশম শ্রেণীর ছাত্রী আঁখি আক্তার (১৫) ও তার বাবা কৃষক সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নৃশংস এ হত্যাকাণ্ডের শোক সইতে না পেরে মঙ্গলবার ভোরে হৃদরোগে অক্রান্ত হয়ে মারা যান আঁখির দাদা আলাউদ্দিন (৭৫)। বাবা ও বোনের লাশ দেখে বৃহস্পতিবার বিকেলে সংজ্ঞাহীন হয়ে পড়েন আঁখির বড় ভাই সিলেট পলি টেকনিকেল কলেজের ছাত্র জহিরুল ইসলাম। সে এখনো হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আখির মা হাসিনা বেগমও প্রায় উম্মদ।

(এসএএস/এএস/জানুয়ারি ২০, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test