E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নির্মানাধীন শেখ কামাল সেতুর উপর থেকে পড়ে শ্রমিক নিখোঁজ!

২০১৫ জানুয়ারি ২০ ১৯:৩৬:৫৫
নির্মানাধীন শেখ কামাল সেতুর উপর থেকে পড়ে শ্রমিক নিখোঁজ!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের আন্ধারমানিক নদীর উপর নির্মানাধীন শেখ কামাল সেতুর উপর থেকে নদীতে পড়ে আব্দুল গনি (৫০) এক নির্মাণ শ্রমিক নিখোঁজ রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ব্রিজের কাজ করার সময় অসাবধানবশত মাঝ নদীতে পড়ে ডুবে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধা ৬টা ৫০ মিনিট) তার খোঁজ মেলেনি। ঘটনার পর থেকে স্থানীয় ট্রলার ও খেয়ার মাঝিসহ ব্রিজের অন্যান্য শ্রমিকরা নৌকা নিয়ে নদীর বিভিন্ন মোহনায় তল্লাশি চালালেও তার সন্ধান পাওয়া যায়নি। কলপাড়ায় ফায়ার সার্ভিস ষ্টেশন থাকলেও ডুবুরি না থাকায় এখনও উদ্ধার অভিযান শুরু হয়নি। শ্রমিক নিখোঁজের সংবাদ শুনে শতশত মানুষ নদীর দুই পাড়ে ভীড় করেছে। অনেকে নেীকা ট্রলার নিয়ে তার সন্ধানে নেমেছে।

কলাপাড়া থানার ওসি মো.আজিজুর রহমান জানান নিখোঁজ শ্রমিকের বাড়ি কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামে। তার বাবার নাম কালু শরীফ। কলাপাড়া ফায়ার সার্ভিস ষ্টেশনের ষ্টেশন অফিসার আব্দুল খালেক জানান, তারা ঘটনা জানার পরই ঘটনাস্থলে গেছেন। ষ্টেশনে ডুবুরি না থাকায় পটুয়াখালী ও বরিশালে জরুরী ডুবুরির জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

(এমকেআর/পি/জানুয়ারি ২০, ২০১৫)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test