E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঝালকাঠিতে পেট্রল বোমা নিক্ষেপ, ৯ জনের নামে মামলা

২০১৫ জানুয়ারি ২১ ১১:২৬:২০
ঝালকাঠিতে পেট্রল বোমা নিক্ষেপ, ৯ জনের নামে মামলা

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে একটি চলন্ত যাত্রীবাহি বাসে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ ৯ জনের নামে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে।

মামলায় অন্য যাদের আসামী করা হয়েছে তারা হলেন জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি অ্যাড. নাসির উদ্দিন, শহর শাখার আমির মাওলানা আব্দুল হাই, ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি আবু তালহা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শামীম তালুকদার, জেলা ছাত্রদলের সদস্য মো. গিয়াস, ছাত্রদলের কর্মী মো. আলম, মো. রাকিব ও মো. আরমান। ঝালকাঠি থানার উপপরিদর্শক মো. আশিকুল ইসলাম বাদি হয়ে গতকাল মঙ্গলবার ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(১)(ক) ও বাংলাদেশ দ-বিধির ৪২৭ ধারায় এ মামলা দায়ের করেন।মামলায় অভিযোগ করা হয় সোমবার পিরোজপুর থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহি বাস মেহেদী পরিবহন ( নারায়নগঞ্জ-জ- ০৪-০১৭৪) রাত আটটার পরে পুলিশ প্রহরায় ঝালকাঠির সুতালড়ি সেতু পার হওয়ার সময় উল্লিখিত আসামীরাসহ আরও ৪/৫ জন বাসটি লক্ষ্য করে একটি পেট্রেল বোমা নিক্ষেপ করে।বোমার বিস্ফোরনে বাসটি ক্ষতিগ্রস্থ এবং কয়েকজন যাত্রী আহত হয়।
(এম/পিবি/জানুয়ারি ২১,২০১৫)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test