E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাটোরে বৃহষ্পতিবার থেকে তিন দিনব্যাপী ডিজিটাল মেলা

২০১৫ জানুয়ারি ২১ ১৭:৫৭:৪৭
নাটোরে বৃহষ্পতিবার থেকে তিন দিনব্যাপী ডিজিটাল মেলা

নাটোর প্রতিনিধি : নাটোরে বৃহষ্পতিবার থেকে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ধাবনী মেলা ২০১৫ শুরু হচ্ছে। সরকারের রুপকল্প ২০২১ বাস্তবায়নে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে উৎসাহিত করার  লক্ষ্যে  এই মেলার আয়োজন করা হয়েছে।

মেলা আয়োজন উপলক্ষে বুধবার নাটোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস বিফিং অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মশিউর রহমানের সভাপতিত্বে প্রেস ব্রিফিং এ বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কাজি আতিউর রহমান ও জেলা তথ্য অফিসার তাজকিয়া আকবারী। প্রেস ব্রিফিংয়ে জানানো হয় নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে মেলার উদ্বোধন করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ অহমদ পলক।

বিশেষ অতিথি থাকবেন স্থানীয় সংসদ সদস্য শফিুকুল ইসলাম শিমুল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ( প্রশাসন ) ও প্রকল্প পরিচালক, একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম অফিসার কবির বিন আনোয়ার। ২৪ জানুয়ারী পর্যন্ত এই মেলা চলবে।
প্রেস ব্রিফিং এ জেলা প্রশাসক জানান, আগামী ৯ থেকে ১২ ফেব্রুয়ারি ঢাকায় ডিজিটাল ওয়ার্ল্ড সম্মেলনের পূর্বশর্ত হিসেবে জেলা পর্যায়ে ডিজিটাল মেলা অনুষ্ঠিত হচ্ছে।

মেলায় বিভিন্ন বিষয় ভিত্তিক সেমিনার, বিতর্ক প্রতিযোগিতাসহ জেলা তথ্য অফিসের উদ্যোগে প্রতিদিন সংগীতানুষ্ঠান ও বিষয় ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

(এমআর/এএস/জানুয়ারি ২১, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test