E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

২৫ জানুয়ারি টাঙ্গাইলে সকাল-সন্ধ্যা হরতাল

 

২০১৫ জানুয়ারি ২২ ১৩:৪৮:৪৫
২৫ জানুয়ারি টাঙ্গাইলে সকাল-সন্ধ্যা হরতাল
 

টাঙ্গাইল প্রতিনিধি : জেলা যুবদল, শ্রমিকদল ও ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মীকে আটকের প্রতিবাদে রোববার (২৫ জানুয়ারি) টাঙ্গাইলে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় টাঙ্গাইলে হরতালের সমর্থনে মিছিলের প্রস্তুতিকালে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে তাদের আটক করা হয়।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমেদ আযম খান, সাধারণ সম্পাদক কৃষিবিদ শামসুল আলম তোফা নেতাকর্মীদের আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রোববার জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেন।
আটক নেতাকর্মীরা হলেন-জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফ পাহেলী, শ্রমিক দলের সাধারণ সম্পাদক একে এম মনিরুল হক, ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুর রহমান খান শফিক, যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান উজ্জ্বল, শহর ছাত্রদলের আহ্বায়ক মারুফ সরোয়ার, ছাত্রদল নেতা সাদিকুল রহমান সবুজ, সাজ্জাদ হোসেন, আনিসুর রহমান, রেজাউল রহমান রুমেল।

টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

দেলদুয়ার উপজেলার পাকুল্যা থেকে রাশেদ, শাকিল, হৃদয় চৌধুরী নামে আরও তিন ছাত্রদল কর্মীকে আটক করেছে পুলিশ।

এদিকে, ২০ দলের ডাকা দুই দিনের হরতাল টাঙ্গাইলে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। হরতালের কারণে বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি।

(ওএস/পিবি/ জানুয়ারি ২২, ২০১৫)


পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test