E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘হত্যাকান্ডের দায়ভার বিএনপি নেত্রী এড়িয়ে যেতে পারেন না’

২০১৫ জানুয়ারি ২২ ১৪:৫৫:০৭
‘হত্যাকান্ডের দায়ভার বিএনপি নেত্রী এড়িয়ে যেতে পারেন না’

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ ‘খালেদা জিয়াকে গ্রেফতার করা হবে কিনা’ এমন প্রশ্নের জবাবে বলেছেন, তাকে গ্রেফতার করা হবে কি হবে না তা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ব্যাপার। জনগণ এই অবরোধ কর্মসূচীর সমর্থন না দেওয়ার কারণে বিএনপি নেত্রীর নির্দেশে সন্ত্রাসীরা পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করে, গাড়ি পুড়িয়ে আতঙ্ক সৃষ্টি করে তাদের কর্মসূচী সফল করার চেষ্টা করছে।

তিনি বলেন, সেই হিসেবে এই সমস্ত হত্যা কান্ডের দায়ভার বিএনপি নেত্রী এড়িয়ে যেতে পারে না। হুকুম দাতা হিসেবে অবশ্যই বিএনপি নেত্রীর দায় আছে।
পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করা, গাড়ি পুড়িয়ে সরকারী সম্পত্তি বিনষ্ট করা এটা কোন দেশের রাজনৈতিক কর্মকান্ড হিসেবে বিবেচিত হতে পারে না। এই সন্ত্রাসী কর্মকান্ডকে কঠোর হস্তে দমন করার জন্য সরকারী আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে।
তিনি আরো বলেন, যারা পেট্রোল বোমা মেরে নাশকতা সৃষ্টি করছে তাদের ইতিমধ্যে সনাক্ত করে তালিকা তৈরি করা হয়েছে এবং তাদের ধরার চেষ্টা করা হচ্ছে।
আজ বৃহস্পতিবার বেলা ১২টায় কুষ্টিয়ায় তিনদিন ব্যাপী ডিজিটাল উদ্বাবনী মেলা উদ্বোধনের আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হানিফ সাংবাদিকদের উদ্দ্যেশ্য করে বলেন, যারা পেট্রোল বোমা নিক্ষেপ করছে তাদের ফুটেজ দেখান, নাম ঠিকানা এবং তথ্য দেন। আপনারা যদি আগেই আইন-শৃঙ্খলা বাহিনীকে এই তথ্যগুলো দিতেন তাহলে আরো আগেই এদেরকে ধরা সম্ভব হতো।
এ সময় জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, সিনিয়র তথ্য অফিসার মোঃ তৌহিদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান উপস্থিত ছিলেন।
(কেকে/পিবি/জানুয়ারি ২২,২০১৫)




পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test