E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

 শৈলকুপায় দলিল লেখকের উপর সন্ত্রাসী হামলা

২০১৫ জানুয়ারি ২২ ১৫:২৮:৪১
 শৈলকুপায় দলিল লেখকের উপর সন্ত্রাসী হামলা

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় শামছুল আলম (৩২) নামে এক দলিল লেখক কে হত্যার চেষ্টা করেছে চি‎িহ্নত সন্ত্রাসীরা।

চাঁদা না দেওয়ায় শৈলকুপা সাব রেজিস্ট্রিার অফিসের দলিল লেখক শামসুল আলম কে মঙ্গলবার বিকালে মৌবন স্কুলের কাছ থেকে উপর্যপুরি হামলা চালানো হয়। তাকে মুমুর্ষ অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় চি‎ি‎হ্নত সন্ত্রাসীরা এ হামলা চালায় বলে জানা গেছে। এঘটনায় পুলিশ একজন কে আটক করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে শৈলকুপা সাবরেজিষ্ট্রার অফিসের দলিল লেখক শামছুল আলম অফিস শেষে বাড়ি ফিরছিল। এ সময় সারুটিয়া ইউনিয়নের মৌবন মাধ্যমিক বিদ্যালয়ের নিকট পৌছামাত্রই পরিকল্পিত অবস্থায় ওৎ পেতে থাকা চরমৌকুড়ি গ্রামের খয়বর আলী মাতব্বর এর ছেলে বাদশা ও হারেজ আলী’র নেতৃত্বে ইউনুস, মাসুদ, জামাল, শহিদ এবং হিরক আলী তাকে গাড়ি থেকে নামিয়ে ডাঁসা-চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় শামছুলকে লোহার রড ও হাতুড়ি দিয়ে বেধড়ক পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করেছে সন্ত্রাসীরা। শামছুল আলম পুরাতন বাখরবা গ্রামের মৃত আতর আলী ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, তার নিকট সম্প্রতি সংঘবদ্ধ সন্ত্রাসীরা নগদ টাকা চাঁদার দাবি করে আসছিল । টাকা না পাওয়ায় এ হামলা ও হত্যা প্রচেষ্টা বলে আহত শামসুল আলম জানায়। শৈলকুপা সাব রেজিষ্ট্রার অফিসের দলিল লেখক সমিতির পক্ষ থেকে তার উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। তারা সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তি দাবি করেন। দলিল লেখক সমিতির আহ্বায়ক নান্নু মোল্লা জানান, শামছুল আলম নিরিহ প্রকৃতির ভাল মানুষ সে রাজনৈতিক কোন কর্মকান্ডে জড়িত নেই। এ ব্যাপারে শৈলকুপা থানার সেকেন্ড অফিসার এসআই মিজানুর রহমান বলেন, একজন দলিল লেখকের উপর সন্ত্রাসী হামলায় হিরক আলী নামে একজনকে আটক করা হয়েছে। তাছাড়া এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
(যেআরটি/পিবি/জানুয়ারি ২২,২০১৫)





পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test