E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুয়াকাটায় পর্যটকদের উপর হামলাকারী ছয় সন্ত্রাসী জেলহাজতে

২০১৫ জানুয়ারি ২২ ১৯:০০:৪০
কুয়াকাটায় পর্যটকদের উপর হামলাকারী ছয় সন্ত্রাসী জেলহাজতে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কুয়াকাটায় বেড়াতে আসা তিন নারী পর্যটকসহ পাঁচ জনকে মারধর, শ্লীলতাহানি, টাকা ও স্বর্নালংকার ছিনতাই এবং পর্যটকদের দড়িতে বেঁধে পতিতা ও পতিতার দালাল বানিয়ে বাজার ঘোরানোর মামলায় ছয় আসামীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার আসামীরা হাজির হয়ে আদালতে জামিন প্রার্থনা করলে কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট স্বপন কুমার দাস তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেন। আসামীরা হলেন, মহিপুর ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক আকন্দের ছেলে সোহাগ আকন্দ, তার সহযোগী মো. ফজলু, মামুন হাওলাদার, ফেরদৌস হাওলাদার, শহীদ মাতুব্বর ও মো. সোহরাব।

গত ২১ নভেম্বর রাতে কুয়াকাটার ফাতড়ার বনাঞ্চল ভ্রমন শেষে ট্রলার যোগে কলাপাড়ার মহীপুর আসার পথে খালগোড়া নামক স্থানে পর্যটকদের ট্রলার থেকে নামিয়ে নির্মম নির্যাতন করে সন্ত্রাসীরা। এমনকি তাদের মারধর ও শ্লীলতাহানির ভিডিও করে বিভিন্ন স্থানে ছড়িয়ে দেয় মোবাইল ও ইন্টারনেটের মাধ্যমে। এ ঘটনায় নির্যাতনের শিকার পর্যটক চম্পা বাদি হয়ে ২২ নভেম্বর কলাপাড়া থানায় উপরোক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ইতিপূর্বে পুলিশ এ মামলার দুই আসামীকে গ্রেফতার করে।

মামলায় বলা হয়েছে, সন্ত্রাসীরা পর্যটক লিজা, চম্পা, নাজমা, ইব্রাহিম ও মিজান কে প্রায় দুই ঘন্টাব্যাপী নির্মম নির্যাতন ও শ্লীলতাহানি করে। দড়ি দিয়ে বেঁধে লোহার রড দিয়ে তাদের উপর চালানো হয় নির্যাতন।

উল্লেখ্য, এ সংক্রান্ত সংবাদ দৈনিক সকালের খবরসহ বিভিন্ন পত্রিকা ও হামলার ভিডিও টিভি চ্যানেলের সংবাদে প্রকাশ হওয়ায় গোটা এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। এমনকি পর্যটকদের মারধর শেষে শতশত মানুষের সামনে দড়ি দিয়ে বেঁধে বাজার প্রদক্ষিন ও পুলিশের হাতে পতিতা ও পতিতার দালাল বানিয়ে তুলে দেয়ার ঘটনায় পুলিশের দায়িত্ব অবহেলার অভিযোগে মহীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. আবুল কাসেম কে মহীপুর থেকে ক্লোজ করা হয়।

(এমকেআর/এএস/জানুয়ারি ২২, ২০১৫)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test