E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুমিল্লায় র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী জিসান নিহত

২০১৫ জানুয়ারি ২৩ ১১:৪৯:১২
কুমিল্লায় র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে শীর্ষ সন্ত্রাসী জিসান নিহত

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দিতে র‌্যাবের সাতে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন লক্ষ্মীপুরের শীর্ষ সন্ত্রাসী জিসান বাহিনীর প্রধান  সোলাইমান উদ্দিন জিসান নিহত হয়েছেন। তিনি লক্ষিপুর জেলা ছাত্রদলের সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক ছিলেন।

জানা গেছে, বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার পুটিয়া বাইপাস সড়কের দৌলতপুরে লক্ষ্মীপুরের শীর্ষ সন্ত্রাসী জিসান বাহিনীর প্রধান সোলেমান উদ্দিন জিসানের সঙ্গে র‌্যাবের বন্দুক যুদ্ধ হয়। এসময় গুলিবিদ্ধ হয়ে জিসান মারা যায়।
এসময় তার কাছ থেকে পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার ও তার ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।
শীর্ষ সন্ত্রাসী জিসান লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের মৃত মাওলানা আবু বক্করের ছেলে। তার মায়ের নাম ফাতেমা বেগম।
দাউদকান্দি মডেল থানার সাবইন্সপেক্টর (এসআই) এনামুল হক জানান, বৃহষ্পতিবার রাতে মোটরসাইকেল যোগে ঢাকা থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিলো। এসময় র‌্যাব-১১ এর সদস্যরা তাকে থামার জন্যে সংকেত দেয়। জিসান র‌্যাবের সংকেত উপেক্ষা করে পালিয়ে যাবার চেষ্টা করে এবং র‌্যাবকে লক্ষ্যকরে ২ রাউণ্ড গুলি ছুড়ে। এসময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় জিসান।
র‌্যাবে-১১ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২ এর কর্মকর্তা মেজর সাকিব সিদ্দিকী জিসানের নিহত হওয়ার ব্যাপারটি নিশ্চিত করে জানান, জিসানের মরদেহ দাউদকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালাম মিয়া র‌্যাবর হাতে জিসানের নিহত হওয়ার বিষয়টি শিকার করেছেন। তিনি জানান, লাশ ময়না তদন্তের জন্যে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তার বিরুদ্ধে তার বিরুদ্ধে উপেজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহসিন হত্যা, পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ ও চারটি খুনসহ লক্ষ্মীপুরে ২৯টিরও বেশি মামলা রয়েছে বলেও জানান সাবইন্সপেক্টর এনামুল হক।
জানা গেছে, এর আগেও জিসানকে গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ একাধিকবার অভিযান চালালে জিসান বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ হয়। জিসানকে গ্রেপ্তারে লক্ষীপুর জেলা পুলিশ পুরস্কার ঘোষণা করেছিলো।
(একেআর/পিবি/জানুয়ারি ২৩,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test