E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শরীয়তপুরে জমিজমা সংক্রান্ত দ্বন্দের জেরে নিহত ১, আটক ৭

২০১৫ জানুয়ারি ২৩ ১৬:০৩:১৪
শরীয়তপুরে জমিজমা সংক্রান্ত দ্বন্দের জেরে নিহত ১, আটক ৭

শরীয়তপুর প্রতিনিধি : জমি জমা সংক্রান্ত দ্বন্দের জের ধরে শরীয়তপুর জেলা সদরের স্বর্ণঘোষ গ্রামে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। পুলিশ অভিযান চালিয়ে হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে ৭ জনকে আটক করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে।

শরীয়তপুর সদর পালং মডেল থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরীয়তপুর জেলা সদরের পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের স্বর্নঘোষ গ্রামের আইউব আলী সরদারের ছেলে ক্ষুদ্র ব্যবসায়ী জহিরুল সরদারের (৪০) সাথে একই গ্রামের মোসলেম খান ও তার ছেলেদের সাথে দীর্ঘ দিন যাবৎ জমিজমা সংক্রান্ত দ্বন্দ চলে আসছিল। স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিরা বার বার দরবার সালিশ করেও এ দ্বন্দ নিরসন করতে পারেনি। সর্বশেষ গত বুধবার বিরোধপূর্ণ জমিটি মোসলেম খা গংরা স্থানীয় সালিশদের অমান্য করে জোরপূর্বক দখল করে বাশের বেড়া দিয়ে রাখে। এ নিয়ে বিরোধ আরো চরম আকার ধারন করে।

জহিরুল শুক্রবার বেলা ১২টার দিকে তার জেলা শহরের চৌরঙ্গী এলাকা থেকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল। এ সময় বাড়ির কাছেই রাজগঞ্জ হ্যালিপ্যাডের কাছে জহিরুল পৌছলেই পূর্ব থেকে ওৎ পেতে থাকা মোসলেম খা, তার ছেলে সুমন খা, সেলিম খা, শাহজামাল খা ,কামাল খা সহ ১০/১২জন মিলে জহিরুল সরদারের উপর হামলা চালিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে নুর হোসেন খানের খেসারী ক্ষেতের মধ্যে ফেলে রাখে। এ সময় জহিরুলের আত্মচিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে গেলে হামলা কারীরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন জহিরুলকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

খবর পেয়ে পালং থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে স্বর্ণঘোষ গ্রামের মোসলে খানের ছেলে কামাল খা, নাছের খা, শাহজামাল খা, সেলিম খা, বড়াইল গ্রামের আনোয়ার বেপারীর ছেলে আমান বেপারী, আব্দুর রব বেপারীর ছেলে কামাল বেপারী ও শরীয়তপুর সদরের আজগর আলী নামের এক চটপটি ব্যবসায়ীকে আটক করেছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। হত্যাকান্ডের ঘটনায় পালং মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে নিহতের স্ত্রী শাহানা বেগম ও চাচাতো ভাই মোনছের সরদার বলেন, আমাদের বাপ দাদার আমলের জমি দীর্ঘ দিন থেকে জোর করে মোছলেম খা দখল করে ভোগ করতেছিল। আমরা কোর্ট থানা সহ নানা জনের কাছে নালিশ করেও ন্যায় বিচার পাইনি। আজ মোসলেম খা , তার ছেলে সুমন, আবু নাছের সহ আরো ১০/১২জন ভারাটিয়া সন্ত্রাসীদের নিয়ে জহিরুলের উপর হামলা চালিয়ে পিটিয়ে তাকে হত্যা করেছে। আমরা এ হত্যাকারীদের বিচার চাই।

শরীয়তপুর সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, স্বর্ণঘোষ গ্রামের মোসলেম খান ও জহিরুল সরদারের মধ্যে দীর্ঘ তিন যাবতই জমিজমা নিয়ে দ্বন্দ চলছিল। এ নিয়ে থানা ও কোর্টে ৮টি পাল্টাপাল্টি মামলাও করেছে এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে। জমি জমার বিরোধের জের ধরে প্রতিপক্ষ হামলা চালিয়ে এ হত্যা কান্ডের ঘটনা ঘটিয়েছে বলে আমরা ধারনা করছি। ঘটনাস্থল থেকে আমরা ৭ জনকে আটক করেছি। ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

(কেএনআই/এএস/জানুয়ারি ২৩, ২০১৫)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test