E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নোয়াখালীতে বিএনপি ও জামায়াতের ২৪ নেতা-কর্মী আটক

২০১৫ জানুয়ারি ২৪ ১১:২৫:০৩
নোয়াখালীতে বিএনপি ও জামায়াতের ২৪ নেতা-কর্মী আটক

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ২৪ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধকে কেন্দ্র করে নাশকতার অভিযোগে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদের আটক করা হয়। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত এই অভিযান চালানো হয়।

আটক ২৪ জনের মধ্যে বিএনপির চার, জামায়াতের পাঁচ ও শিবিরের ১৫ নেতা-কর্মী রয়েছে। অপরদিকে রাতে সেনবাগে কয়েকজন মুখোশধারী উপজেলার সেবারহাট বাজারে ঝটিকা মিছিল নিয়ে এসে চারটি সিএনজি চালিত অটোরিকশা ও একটি ট্রাক ভাঙচুর করে। এ সময় তারা ৪/৫টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

একই সময়ে ছমিরমুন্সিরহাট বাজারে কয়েকজন দুর্বৃত্ত প্রধান সড়কের ওপরে উঠে পাঁচটি অটোরিকশা ভাঙচুর করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শর্টগানের কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে ককটেল ও পেট্রোল বোমসহ শিবিরের দুইনেতাসহ তিনজনকে আটক করে পুলিশ। আটক ওই তিনজনের প্রত্যেককে ৪মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- সেনবাগের বীজবাগ ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মো. ইয়াছিন, ফেনীর দাগনভূঞা ইকবাল কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি বাহার উদ্দিন ও শিবির কর্মী শাওন। বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উদয়ন দেওয়ান ।

অন্যদিকে আটকের বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ জানান, আটক সবাইকে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

(ওএস/পি/জানুয়ারি ২৪, ২০১৫)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test