E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরগুনায় বাল্য বিয়ের হিড়িক প্রশাসন নিরব

২০১৫ জানুয়ারি ২৫ ১৪:০১:১৮
বরগুনায় বাল্য বিয়ের হিড়িক প্রশাসন নিরব

বরগুনা  প্রতিনিধি : বরগুনার তালতলী উপজেলায় আনাচে কানাচে অহরহ ঘটছে বাল্যবিয়ে। উপজেলার ৭টি ইউনিয়নে গত এক মাসে ১৮ টি বাল্য বিয়ে দেওয়া হয়েছে বলে জানাগেছে। এসব বাল্য বিয়ে দেওয়ার পূর্বে প্রশাসনকে অবহিত করা হলেও তারা নিরব ভূমিকা পালন করছেন।

জানাগেছে, সোনাকাটা ইউনিয়নে ১টি, নিশানবাড়ীয়া ইউনিয়নে ৩টি, বড়বগী ইউনিয়নে ২টি, ছোটবগী ইউনিয়নে ৪টি, কড়ইবাড়ীয়া ইউনিয়নে ৪টি, পঁচাকোড়ালিয়া ইউনিয়নে ২টি ও শারিকখালী ইউনিয়নে ২টি বাল্য বিয়ে সংঘটিত হয়েছে। এর অধিকাংশ বিয়ে কাজীদের উপস্থিতিতেই হয়েছে। এ সকল বিয়ে হচ্ছে বেশীর ভাগ ৫ম থেকে ৮ম শ্রেণির ছাত্রীদের, শিক্ষা প্রতিষ্ঠানের রেজিষ্টার অনুযায়ী এদের বয়স ১১ থেকে ১৪ বছর হলেও ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত জন্ম সনদে তাদের বয়স দেখানো হচ্ছে ১৮ থেকে ২০ বছর।
স্থানীয়রা জানান, কড়ইবাড়ীয়া ইউনিয়ন কাজী মাওঃ শহিদুল ইসলামের বড় ভাই প্রশাসনের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা হওয়াতে তিনি সরকারের নিয়ম নীতির তোয়াক্কা না করে পড়াচ্ছে বাল্য বিয়ে। এমনকি তার পার্শ্ববর্তী বিভিন্ন ইউনিয়ন থেকেও বাল্য বিয়ে পড়াতে আসেন কাজী মাওঃ শহিদুল ইসলামের কাছে। তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে একাধিক বাল্য বিয়ে পড়ানোর অভিযোগ দেয়া হলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ব্যপারে কোন পদক্ষেপ নেননি। সরকারের আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে অবাধে বাল্য বিয়ে হওয়াতে একদিকে যেমন স্কুল-মাদরাসা থেকে ঝড়ে পড়ছে শিক্ষার্থী অন্যদিকে বাল্য বিয়ের বহু কুফল পরিলক্ষিত হচ্ছে সর্বত্র। অপরিনত বয়সে বিয়ের কারনে সু-স্বাস্থ্য, উচ্চ শিক্ষা পরিপূর্ণ সংসার গঠন থেকে বঞ্চিত হচ্ছে অনেক মেয়েরাই। ফলে সরকারের লক্ষ উদ্দ্যেশ্য ব্যহত হচ্ছে। দিন দিন ভেঙ্গে পড়ছে ওদের স্বাস্থ্য। বিয়ের পর স্বামীসহ শশুরালয়ের লোকজনের সাথে তাল মিলিয়ে চলতে না পাড়ায় তালাক প্রাপ্তা হচ্ছে অনেকেই।
উপজেলা কাজী সমিতির সভাপতি ও বড়বগী ইউনিয়ন কাজী মাওঃ ছাইদুর রহমান জানান, ইউপি চেয়ারম্যান কর্তৃক অভিভাবকরা জন্ম সনদ নিয়ে আসলে বিবাহ পড়ানো ছাড়া তাদের আর কোন উপায় থাকেনা। এবং জন্ম সনদ ভুয়া হলে তাদের কিছুই করার নেই।
(এমএ/পিবি/জানুয়ারি ২৫,২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test