E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এমপিকে বক্তৃতা করতে না দেওয়ায় লোহাগড়ায় বিক্ষোভ মিছিল

২০১৫ জানুয়ারি ২৫ ১৬:৩৪:৫০
এমপিকে বক্তৃতা করতে না দেওয়ায় লোহাগড়ায় বিক্ষোভ মিছিল

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর রামনারায়ন পাবলিক লাইব্রেরী পরিদর্শন শেষে লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময়কালে নড়াইল -২ আসনের এমপি শেখ হাফিজুর রহমানকে বক্তব্য না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সভামঞ্চে বাক-বিতন্ডার সৃষ্টি হয় । পরে এমপি বক্তব্য দেন। এ ঘটনার জের ধরে বিকালে এমপি সমর্থিত শতাধিক লোকজন মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে ঢুকে পড়ে ইউএনও অফিস ও বাসভবন, নির্বাচন অফিস এবং কর্মকর্তাদের বাসভবন লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে ভাংচুর করে।

ইউএনও মো. মোকতার হোসেন বলেন, উপস্থাপকের ভুলের কারণে এমপির নাম বাদ পড়েছিল। এর জের ধরে এমপি সমর্থিত লোকজন উপজেলার বিভিন্ন অফিস ও বাসাবাড়ী ভাংচুর করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবাস বিশ্বাস জানান, ইউএনও মোক্তার হোসেন বাদী হয়ে রাতে অজ্ঞাত ৭০/৮০ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। মামলা নং ৯ তাং ২৪.১.১৫ ইং।

এদিকে ইউএনও কর্তৃক মামলা ও ভুলের প্রতিবাদে রবিবার সকালে ১৪ দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আর এল পাশা স্কুল মাঠে সমাবেশ করে।সমাবেশে বক্তব্য রাখেন নড়াইল -২ আসনের এমপি শেখ হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিকদার আ. হান্নান রুনু, পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী বনি আমিন, মনজুরুল করিম মুন,আজাদ শিকদার, ফয়জুল হক রোম,অরবিন্দু আর্চায্য,আ. হাই, যুবলীগের সভাপতি আশরাফুল আলম, ছাত্রলীগের সম্পাদক রাশেদ হাসান প্রমুখ।

(আরএম/এএস/জানুয়ারি ২৫, ২০১৫)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test