E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঝিনাইদহে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু

২০১৫ জানুয়ারি ২৫ ১৭:৩৬:১২
ঝিনাইদহে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ জেনারেল ক্লিনিকে ডাক্তার ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু অভিযোগ ওঠেছে।

প্রত্যক্ষদর্শী জানান, রবিবার বিকাল ৫ টার সময় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিমতলাবাসস্থান অবস্তিত জেনারেল ক্লিনিকে উপজেলার চাপালী গ্রামের ব্যবসায়ী মোশাররফ হোসেন স্ত্রী সীমাবেগম সন্তান প্রসবের জন্য ভর্তি হয় এ সময় ক্লিনিক মালিক মিজানুর রহমান ও ম্যানেজার সাইফুল ইসলাম নিজে ভুল পরীক্ষা করে রোগীনীকে সিজার করতে বলেন এসময় যশোর থেকে আগত ডা. নিকুজ্ঞ বিহারী গোলদার রোগীনীকে মেয়াদ উর্ত্তীণ ইনজেকশন পুস করে এবং অপারেশন থিয়েটর থেকে আঘাতপ্রাপ্ত হয়ে নবজাতক মৃত্যুবরন করে বলে অভিযোগ ওঠেছে।

এ সময় স্থানীয় জনতা ক্লিনিক মালিক ও ডাক্তারকে আটক করে ক্লিনিক ঘেরাও করে পরে কালীগঞ্জ থানার এসআই মনির হোসেন নেতৃত্বে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রেনে আনে।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, অভিযোগ পেলে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

(জেআরটি/এটিআর/জানুয়ারি ২৫, ২০১৫)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test