E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নন্দীগ্রামে ক্রয়কৃত জমি দখল না দেয়ায় থানায় অভিযোগ

২০১৫ জানুয়ারি ২৬ ১৯:৫৭:৪১
নন্দীগ্রামে ক্রয়কৃত জমি দখল না দেয়ায় থানায় অভিযোগ

নন্দীগ্রাম(বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে জমি ক্রয় করেও দখল না পাওয়ায় আইনের আশ্রয় নিয়েছে এক ভূক্তেভোগী। জমি বিক্রয় করে ক্রেতাকে দখল না দেয়ায় বিক্রেতার বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পদ্মপুকুর গ্রামের মৃত আব্দুল ফকিরের ছেলে আবুল বাশার অরফে বাচ্চুর চককয়া মৌজার ৩৮ শতাংশ জমি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চরবাটিয়া গ্রামের হামিদুল ইসলামের কাছে বিক্রয় করে।

গত ২০১৪সালের ৯ফেব্রুয়ারি নন্দীগ্রাম সাব-রেজিষ্ট্রি অফিসে উভয় পক্ষের উপস্থিতিতে দলিল নং- ১১০৬ মোতাবেক তফসিল বর্ণিত চককয়া মৌজার খতিয়ান নং- সিএস/এমআর ৭৭/৭০, ডিপি-১৭৭/১৭৮, দাগ নং- ৩৫৭/৭৬৩ ধানী ৩৮এর কাতে ১৯শতক ও ৩৯৫/৭৮৭ ধানী ৩০এর কাতে ১৯শতক জমি সারিয়াকান্দির চরবাটিয়া গ্রামের হামিদুল ইসলাম ৪লক্ষ টাকা মূল্যে ক্রয় করেন। এরপর গত ৫জানুয়ারি ক্রয়কৃত ৩৮শতক জমি দখল চাইলে বিক্রেতা বিভিন্নভাবে তালবাহানা শুরু করে। ক্রেতা হামিদুল ইসলাম জানান, ২০১৪সালের ৯ফেব্রুয়ারি নন্দীগ্রাম সাব-রেজিষ্ট্রি অফিসে গিয়ে নগদ ৪লাখ টাকা মূল্যে বিক্রেতা আবুল বাশার অরফে বাচ্চু আমার কাছে দুই কাতে ৩৮শতক জমি জমি দলিল করে দেয়। পরে ক্রয়কৃত জমি দখল চাইতে গেলে তিনি বিভিন্নভাবে তালবাহানা করে। সর্বশেষ ১৯শতক জমি দখল দিতে চেয়ে বিক্রেতা আবুল বাশার বলেছে, আমি ৩৮শতক জমি বিক্রয় করিনি। যা দিচ্চি তাই নিতে হবে। পুরো ৩৮শতক জমি দখল চাইলে তিনি আমাকে ভয়ভীতি প্রদর্শন করে। বিভিন্ন মহলে দৌড়ঝাপ করে ক্রয়কৃত জমির দখল না পেয়ে গত রোববার নন্দীগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ করেছি।

(এমএনই/পি/জানুয়ারি ২৬, ২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test