E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে গণঅভ্যুত্থানে শহীদ হারুণ দিবস পালিত

২০১৫ জানুয়ারি ২৭ ১৭:৫১:০৪
গৌরীপুরে গণঅভ্যুত্থানে শহীদ হারুণ দিবস পালিত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে উনসত্তরের গণঅভ্যুত্থানে শহীদ হারুন দিবস মঙ্গলবার  বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে হারুন স্মৃতি পরিষদের উদ্যোগে ও মুক্তিযোদ্ধা সংসদ, শিশু কিশোর সংগঠন চাঁদের হাট, উপজেলা আওয়ামী লীগের সহযোগিতায় প্রভাতফেরী, হারুন স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন, মিলাদ-দোয়া মাহফিল দরিদ্র ভোজ, ও আলোচনা সভার আযোজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির এমপি।

হারুন স্মৃতি সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শহীদ হারুনের ছোট ভাই শফিকুল আলম, হারুন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আ’লীগ নেতা ম,নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুর রহিম, ডেপুটি কমান্ডার মো. নাজিম উদ্দিন প্রমুখ। উল্লেখ্য ১৯৬৯ সালে ছাত্র সংগ্রাম পরিষদের ১১দফা আন্দোলনের সময় ঢাকা নবকুমার ইনস্টিটিউট এর ছাত্র মতিউর রহমান পুলিশের গুলিতে শহীদ হলে সারা দেশে ছাত্র আন্দোলনের নতুন মাত্রা যোগ হয়। আর এই বিক্ষোভের জের ধরেই ২৭ জানুয়ারী সোমবার সকাল ১১ টায় ময়মনসিংহের গৌরীপুর শহরে ১৪৪ ধারা ভঙ্গ করে তৎকালীন থানা ছাত্রলীগের সভাপতি ও কলেজ ছাত্র সংসদের ভিপি মো. ফজলুল হকের নেতৃত্বে গৌরীপুর কলেজ থেকে ছাত্ররা একটি বিশাল মিছিল বের করে। মিছিলটি শহরের মধ্যবাজার ধানমহালের কাছে আসা মাত্রই তৎকালীন মহকুমা প্রশাসক এম,এ সামাদের নির্দেশে আন্দোলনরত ছাত্রদের মিছিলের উপর দাঙ্গা পুলিশ নির্বিচারে গুলি চালায়। ওই সময় পুলিশের গুলিতে ঘটনাস্থলেই শহীদ হন গৌরীপুর কলেজের বানিজ্য বিভাগের ২য় বর্ষের মেধাবী ছাত্র আজিজুল হক হারুন।

(এসআইএম/এএস/জানুয়ারি ২৭, ২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test