E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালীগঞ্জে অধ্যক্ষকে পেটালেন প্রভাষক

২০১৫ জানুয়ারি ২৭ ১৯:৩৯:৪৬
কালীগঞ্জে অধ্যক্ষকে পেটালেন প্রভাষক

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ শ্রমিক কলেজের অধ্যক্ষকে পিটিয়েছেন এক প্রভাষক। খবর পেয়ে কালীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান এবং থানার ওসি (তদন্ত) নিতাই চন্দ্র সরকার কলেজে যান।

তাদের কলেজে যাওঢার সংবাদ পেয়ে ওই প্রভাষক পালিয়ে যান। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ মো. ফেরদৌস মিয়া (৫০) মঙ্গলবার বিকেলে কালীগঞ্জ থানায় সাধারণ ডায়রি করেছেন। সোমবার দুপুরে ওই ঘটনা ঘটে অধ্যক্ষের কার্যালয়ে।

সাধারন ডায়রিতে অধ্যক্ষ উল্লেখ করেন, সোমবার কাজ করার সময় সকাল সাড়ে ১১টার দিকে ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক শরীফ হোসেন (২৯) হঠাৎ অফিসে ঢুকে অশ্লীল গালাগাল শুরু করেন। এক পর্যায়ে দরজা বন্ধ করে দিয়ে গ্রন্থাগারিক মো. দেলোয়ার হোসেনের জন্যে একজন পিয়ন এবং হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মাহমুদুল হাসানকে ওই বিভাগের চেয়ারম্যান নিয়োগ করার জন্যে চাপ সৃষ্টি ও ভয়ভীতি দেখায়। তার এসব কথা ও আচরনের প্রতিবাদ করায় চেয়ার দিয়ে টেবিল ও অন্যান্য জিনিসপত্র ভাংচুর করে। এক পর্যায়ে তিনি চেয়ার দিয়ে অধ্যক্ষের মাথায় আঘাত করে জখম করেন। তার ডাক-চিৎকারে শিক্ষকরা এগিয়ে আসলে শরীফ হোসেন বেরিয়ে যায়।

জানা গেছে, ছাত্রলীগ কর্মী শরীফ হোসেন কালীগঞ্জের বক্তারপুর গ্রামের মৃত আবদুল মোতালেবের ছেলে। গত জুন মাসে তিনি ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক পদে নিয়োগ পান। ঘটনার পর কলেজের অন্য শিক্ষকরা জরুরী সভায় বসে অভিযুক্ত প্রভাষকের বিরুদ্ধে আগামী ৭ দিনের মধ্যে প্রশাসন প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা না নিলে কর্ম বিরতি পালনের সিদ্ধান্ত নেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান জানান ঘটনাটি কলেজ পরিচালনা কমিটির সভাপতি নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকিকে জানানো হয়েছে।

(এএএস/এটিআর/জানুয়ারি ২৭, ২০১৫)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test