E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা-জনতার বিক্ষোভ মিছিল

২০১৫ জানুয়ারি ২৮ ১৭:৩৪:৪২
কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা-জনতার বিক্ষোভ মিছিল

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জে জামায়াত-বিএনপি চক্রের ঘৃণ্য সন্ত্রাসী ও ধ্বংসাত্মক অপকর্মের বিরুদ্ধে বুধবার সকালে মুক্তিযোদ্ধা-জনতা বিক্ষোভ মিছিল করেছে। জেলা শহরের খরমপট্টির মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কার্যালয় থেকে বের হয়ে মুক্তিযোদ্ধা-জনতার বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে জমায়েত হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।

এ সময় বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মো: আসাদউল্লাহ, ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান, গণতন্ত্রী পার্টির সভাপতি এড. ভূপেন্দ্র ভৌমিক দোলন, উইমেন্স চেম্বার সভাপতি ফাতেমাতুজ জোহুরা, নারী নেত্রী রাজিয়া সুলতানা, বিলকিছ বেগম ও এনায়েত করিম অমি। সমাবেশে বক্তারা দেশী-বিদেশী ষড়যন্ত্র ও চক্রান্তের ফসল বিএনপি তার যোগ্যতম দোসর জামায়াত-শিবিরের সাথে একাত্ম হয়ে অবরোধের নামে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে, রেললাইন বিচ্ছিন্ন করে, যানবাহনে আগুন দিয়ে, পেট্রোল বোমা দিয়ে পুড়িয়ে নারী-শিশুসহ নিরীহ-নিরপরাধ মানুষ হত্যা ও সম্পদ ধ্বংসের প্রতিবাদ জানিয়ে সকল সন্ত্রাসীসহ ও নৈরাজ্যকর ঘটনার মুল হোতা ও নির্দেশদাতা হিসেবে খালেদা জিয়াকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ডার মো. আসাদ উল্লাহর নেতৃত্বে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষে প্রধানমন্ত্রীর বরাবরে লিখিত একটি স্মারকলিপি জেলা প্রশাসক এস.এ আলমের কাছে হস্তান্তর করেন। বিক্ষোভ মিছিলে বিভিন্ন উপজেলা থেকে আগত মুক্তিযোদ্ধা, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

(পিকেএস/এএস/জানুয়ারি ২৮, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test