E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শরীয়তপুরে বিদায় অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় হামলা

২০১৫ জানুয়ারি ২৯ ২০:৫১:৫২
শরীয়তপুরে বিদায় অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় হামলা

শরীয়তপুর প্রতিনিধি:এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির ৪ সদস্যকে দাওয়াত না দেওয়ায় অনুষ্ঠানে হামলা চালিয়ে অনুষ্ঠান পন্ড করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় প্রধান শিক্ষক লাঞ্ছিতসহ ৩ জনকে আহত করেছে সন্ত্রাসীরা। তাদেরকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সুত্রে জানা যায়, শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর এ এইচ পি উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার ২০১৫ সালের এস এস সি পরীক্ষাথীদের বিদায় অনুষ্ঠান ছিল।

সকাল ৯ টা থেকে এস এস সি পরীক্ষার্থীসহ অভিবাবকরা অনুষ্ঠান স্থলে আসছিল। তার কিছুক্ষণ পর ম্যানেজিং কমিটির সদস্য আবুল কালাম মুন্সি, আব্দুর রহমান হাওলাদার, আব্দুল কুদ্দুছ হাওলাদার ও বাবুল শিকদারকে বিদায় অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ার অজুহাতে তাদের ২০/৩০ সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে হামলা চালায়।

এতে অনুষ্ঠান পন্ড হয়ে যায়। এ সময় প্রতিপক্ষের লোকজন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু জাফর শিকদার, বিদ্যালয়ের দপ্তরী মোঃ বাদল মিয়াকে শারীরিকভাবে লাঞ্চিত করে। আহত অবস্থায় তাদেরকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি হয়। এ সময় বিদ্যালয়ে ছাত্র /ছাত্রীরা দিকবিদিক ছুটাছুটি করে ও আতংকগ্রস্ত হয়ে যায়। পরে শরীয়তপুর সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থালে গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রে আনে। এ নিয়ে চন্দ্রপুর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

এসএসসি পরীক্ষার্থী রুবেল মিয়া, সোহেল রানা, জেরিন আক্তার ও রাকিব হাসান জানান, স্কুল জীবনের শেষ অনুষ্ঠান ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে অংশ গ্রহন করার জন্য আমরা অভিভাবকদের নিয়ে স্কুলে যাচ্চিলাম। স্কুলের কাছাকাছি পৌছার পর দেখি আমাদের প্রধান শিক্ষক ও স্কুলের দপ্তরীকে সন্ত্রাসীরা ঘিরে ধরে তখন আমরা মিলাদ অনুষ্ঠানে অংশ গ্রহন না করে বাড়ি ফিরে যাই। সন্ত্রাসীদের কারনে আমাদের শেষ অনুষ্ঠানটিতেও থাকা হলো না।

হামলার কথা অস্বীকার করে চন্দ্রপুর এ এইচ পি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল কুদ্দুস হাওলাদার বলেন, স্কুল ব্যবস্থাপনা কমিটির কোন লোক স্কুলের অনুষ্ঠানে হামলা করেনি। শিক্ষকদের মধ্যে দুইটি বিবাদমান গ্রুপের কারনে এমনটি হয়েছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসা করে দিয়েছি।
আহত প্রধান শিক্ষক মোঃ আবু জাফর শিকদার বলেন, আমি সকলকে দাওয়াত দেওয়ার পরও দাওয়াত না দেওয়ার অযুহাতে ম্যানেজিং কমিটির চার জন সদস্যের নেতৃত্বে ২০/২৫ জন সন্ত্রাসী স্কুলে ঢুকে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে হামলা চালিয়ে অনুষ্ঠান পন্ড করে দিয়েছে। এতে আমাকেসহ মোট ৩ জনকে মারধর করে মারাতœক আহত করেছে। আমি এখনো কোন মামলা করিনি। তবে সমাজের কাছে এর ন্যায় বিচার প্রার্থনা করছি।

(কেএনআই/এসসিজানুয়ারি২৯,২০১৫)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test