E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে ক্ষুদে চিত্রশিল্পীদের মাঝে পুরস্কার বিতরণ

২০১৫ জানুয়ারি ৩০ ১৭:২৯:৩৪
গৌরীপুরে ক্ষুদে চিত্রশিল্পীদের মাঝে পুরস্কার বিতরণ

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার অগ্রদূত নিকেতন আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে চারু নিকেতন আর্ট স্কুল আয়োজিত প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির এমপি। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ সরকার চারু-কারু কলাকে ৯ম শ্রেণি পর্যন্ত বাধ্যতামূলক করেছেন। দেশে ২ কোটি শিক্ষার্থীর হাতে বছরের ১ম দিনে নূতন বই, ৯৩হাজার শিক্ষককে এক কলমের খোঁচায় সরকারিকরণ করেছেন।

অগ্রদূত নিকেতন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ম. নূরুল ইসলামের সভাপতিত্বে চারু নিকেতনের প্রতিষ্ঠাতা চিত্রশিল্পী এমএ মাসুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন আহাম্মেদ, টেক্সটাইল ভকেশনাল ইন্সটিটিউটের সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আলী জিন্নাহ, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামুল হক সরকার, সহকারি প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আনোয়ার হোসেন, উপজেলা আ’লীগের সহসভাপতি ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, রির্পোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক আরিফ আহাম্মেদ, বিদ্যালয়ের শিক্ষিকা শামীমা খানম মিনা প্রমুখ।

বিজয়ীরা হলেন ফারজানা নাফিসা প্রমি, সাম্য দাস স্বচ্ছ, শিব প্রিয়া বিশ্বাস রায়া, শাহরিয়ার জামান উদয়, মাজহারুল ইসলাম পরাগ, নাফিসা জান্নাত খান শ্রেয়া, তাসফিয়া বিনতে মোত্তাকী, সিদরাতুল মোমতা তৌশি, শতরুপপা চক্রবতী টিয়া, পৃথা এস পূর্বা, নাকিব সিদ্দিকী সিয়াত্র, তাওহীদ বিল্লাহ, মুনাওয়ারা তাসনিম জান্নাত, মৃত্তিকা রায়, আনিকা ইসলাম শ্রুতি, রাইয়ান মাহফুজ মুহিত, নাফিদুল হাসান ফুয়াদ জারিফ, সাবিদ আল রাফাত সুহৃদ, মাহমুদুল রহমান আরাফি, কাজী ইকরা হক পৌষী, মৌমিতা দেবী মৌ, অমর্ত্য তীর্থ মজুমদার, মাহির ফায়সাল যায়িদ।

(এসআইএম/এএস/জানুয়ারি ৩০, ২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test