E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় ধর্ষণের পর হত্যা মামলায় ধর্ষিতার মা ও স্ত্রীর দু’দিনের রিমান্ড মঞ্জুর

২০১৪ মে ০৮ ১৫:২৭:৩০
সাতক্ষীরায় ধর্ষণের পর হত্যা মামলায় ধর্ষিতার মা ও স্ত্রীর দু’দিনের রিমান্ড মঞ্জুর

সাতক্ষীরা প্রতিনিধি : ১০ম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় তথ্য গোপনের দায়ে গ্রেফতারকৃত দেবহাটা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও তার পুত্রবধুকে জিজ্ঞাসাবাদের জন্য দু’দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বৃহষ্পতিবার সাতক্ষীরার জ্যেষ্ট বিচারিক হাকিম-২ এর আদালতের বিচারক মো. গোলাম নবী মামলার তদন্তকারি কর্মকর্তা দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালালউদ্দিনের পাঁচ দিনের আবেদন শুনানী শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডমঞ্জুর হওয়া আসামীরা হলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও কুলিয়া ইউপি চেয়ারম্যান আসাদুল হকের স্ত্রী দেবহাটা উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন ও তার পুত্রপধু আফরোজা সুলতানা।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালালউদ্দিন জানান, দেবহাটা উপজেলার শ্রীরামপুর ঘোলের মোড়ে দেলোয়ার হোসেন শাওন তার বাড়িতে থেকে পড়াশুনা করা শ্যালিকা সাতক্ষীরা শহরের রইচপুরের আসমা খাতুনকে ধর্ষণ করে। একপর্যায়ে সে সাড়ে সাত মাসের অন্তঃস্বত্বা হয়ে পড়লে গত ২ মে স্থানীয় এক ক্লিনিকে গর্ভপাত করতে না পেরে আসমাকে শ্বাসরোধ করে হত্যা করে। সন্ত্রাসী শাওন ও তার পরিবারের সদস্যদের ভয়ে সুখ খুলতে পারেনি আসামার পরিবারের সদস্যরা। একপর্যায়ে ময়না তদন্তের রিপোর্ট পেয়ে উপপরিদর্শক ইউনুছ আলী বাদি হয়ে হত্যা ও তথ্যা গোপন করার অভিযোগে ধর্ষক দেলায়ার হোসেন শাওন, তার বাবা আসাদুল হক, মা আফরোজা পারভিন, স্ত্রী আফরোজা সুলতানা, মৃতের বাবা আব্দুল মজিদ ও মা নাজমা খাতুনের নামে মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ শাওনের মা ও স্ত্রীকে তথ্য গোপনের দায়ে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য গত ৬ মে আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন জানানো হয়।
(আরকে/এএস/মে ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test