E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজশাহী বিভাগে ৩৬ ঘণ্টার হরতাল

২০১৫ জানুয়ারি ৩১ ১০:৫৩:৩৮
রাজশাহী বিভাগে ৩৬ ঘণ্টার হরতাল

রাজশাহী প্রতিনিধি : ২০ দলীয় জোটের অবরোধের পাশাপাশি রাজশাহী বিভাগের আট জেলায় শনিবার  ভোর ৬টা থেকে শুরু হয়েছে জামায়াতের ডাকা ৩৬ ঘণ্টার হরতাল।

পুলিশের সঙ্গে বন্ধুক যুদ্ধে জামায়াত কর্মী ও মহানগরীর বিনোদপুরের ইসলামিয়া কলেজের শিক্ষক নুরুল ইসলাম ওরফে টাকু শাহীন নিহতের প্রতিবাদে গত বুধবার বিকেলে এই হরতালের ডাক দেয় রাজশাহী মহানগর জামায়াত।

শনিবার সকাল থেকে হরতাল বা অবরোধের সমর্থনে রাজপথে নামেননি বিএনপি-জামায়াতের কোনো নেতাকর্মী। হরতালের কারণে মহানগরীর দোকান-পাট বন্ধ রয়েছে। মহানগরীতে হালকা যান চলাচল করছে। মহাসড়কে ট্রাক ও কিছু যাত্রীবাহী বাস চলাচল করছে। ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে।

মহানগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, র‌্যাব ও বিজিবি মোতায়েন রয়েছে। এছাড়া মহাসড়কে অব্যাহত আছে তাদের টহল। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে, মহাসড়কে আনসার সদস্য মোতায়েনের কথা থাকলেও এখনো তাদের চোখে পড়েনি। আনসার-ভিডিপি রাজশাহী রেঞ্জ কার্যালয়ের গণসংযোগ সহকারী শফিকুল ইসলাম জানান, আনসার নিয়োগের অফিসিয়াল আদেশ এখনো পাওয়া যায়নি। তবে আনসার সদস্য বাছাই করে তাদের প্রস্তুত রাখা হয়েছে। আদেশ পেলেই তাদের নিয়োগ দেওয়া হবে।

এর আগে গত ২৭ জানুয়ারি মঙ্গলবার রাতে মহানগরীর মালোপাড়া এলাকার একটি ছাপাখানা থেকে ৩০ নম্বর ওয়ার্ড শিবিরের সাবেক সভাপতি নুরুল ইসলাম ওরফে টাকু শাহীনকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। রাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে বের হলে মহানগরীর আশরাফের মোড়ে বন্দুক যুদ্ধে নুরুল ইসলামের মৃত্যু হয়।
(ওএস/পিবি/ জানুয়ারি ৩১, ২০১৫ )

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test