E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুষ্টিয়ায় শিক্ষার্থীদের মানববন্ধন

২০১৫ জানুয়ারি ৩১ ১৯:৪৩:১৮
কুষ্টিয়ায় শিক্ষার্থীদের মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি : ‘‘আমরা পড়তে চাই, বাচঁতে চাই, পরীক্ষা দিতে চাই, অমানবিক জ্বালাও পোড়াও বন্ধ কর’’ এই স্লোগানে এসএসসি পরীক্ষার সময় অবরোধ ও হরতাল প্রত্যাহারের আহবান জানিয়ে কুষ্টিয়ায় মানববন্ধন করেছে পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।

শনিবার বেলা সাড়ে ১১ টায় বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত এ মানববদ্ধনে শিক্ষার্থী ছাড়াও তাদের অভিভাবক ও শিক্ষকরা অংশ নেয়।

বক্তব্যে শিক্ষক ও অভিবাভকরা বলেন, দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও পেট্টোল বোমা হামলা বন্ধসহ এসএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে আসন্ন এসএসসি পরীক্ষার সময় অবরোধ ও হরতাল প্রত্যাহারের দাবি জানান।

এদিকে অমানবিক জ্বালাও পোড়াও ও নাশকতার রাজনীতি বন্ধ করে এসএসসি পরিক্ষার সময় অবরোধ ও হরতাল প্রত্যাহারের দাবিতে কুষ্টিয়ার মিরপুরে উপজেলা জাসদ ছাত্রলীগের ব্যানারে পৃথক মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

এ সময় বক্তব্য রাখেন- উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলী, জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন প্রমুখ। বক্তারা এসএসসি পরীক্ষার সময় অবরোধ-হরতাল প্রত্যাহারের জন্য খালেদা জিয়ার কাছে দাবি জানান।

(কেকে/এটিআর/জানুয়ারি ৩১, ২০১৫)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test