E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুর্গাপুরে রাশিমণি স্মৃতি মেলা শুরু

২০১৫ জানুয়ারি ৩১ ১৯:৪৯:৪৭
দুর্গাপুরে রাশিমণি স্মৃতি মেলা শুরু

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : টংক ও জমিদার প্রথা উচ্ছেদ আন্দোলনের নেত্রী শহীদ রাশিমণি স্মরণে সাত দিনব্যাপী রাশিমণি স্মৃতি মেলা শনিবার থেকে নেত্রকোনার দুর্গাপুরে শুরু হয়েছে। বিকাল ৩ টায় জাতীয় পতকা উত্তোলনের মধ্য দিয়ে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বহেড়াতলী গ্রামে রাশিমণি স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন রাশিমণির সহযোদ্ধা নারীনেত্রী কুমুদিনী হাজং।দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : টংক ও জমিদার প্রথা উচ্ছেদ আন্দোলনের নেত্রী শহীদ রাশিমণি স্মরণে সাত দিনব্যাপী রাশিমণি স্মৃতি মেলা শনিবার থেকে নেত্রকোনার দুর্গাপুরে শুরু হয়েছে। বিকাল ৩ টায় জাতীয় পতকা উত্তোলনের মধ্য দিয়ে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বহেড়াতলী গ্রামে রাশিমণি স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন রাশিমণির সহযোদ্ধা নারীনেত্রী কুমুদিনী হাজং।

পরে শহীদ রাশিমণির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাশিমণি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে। এরপর ‘হাজংমাতা রাশিমণি মেমোরিয়াল ট্রাস্ট’-এর ট্রেজারার মতিলাল হাজংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমির ভারপ্রাপ্ত পরিচালক উত্তম কুমার রিচিল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলকাছ উদ্দিন মীর,বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সভাপতি খগেন্দ্র হাজং,বিশ্বজিৎ হাজং ও স্বপন হাজং প্রমুখ। সভায় বক্তরা শহীদ রাশিমণির বহুল কর্মময় জীবনের ওপর স্মৃতিচারণা করেন। আগামী ৬ ফেব্রুয়ারি এ মেলা শেষ হবে।

(এনএস/পি/জানুয়ারি ৩১, ২০১৫)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test