E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কিশোরগঞ্জে স্কুল শিক্ষার্থীদের মানববন্ধন

২০১৫ জানুয়ারি ৩১ ২০:১২:৫৮
কিশোরগঞ্জে স্কুল শিক্ষার্থীদের মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধি : হরতাল ও অবরোধমূক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে কিশোরগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শনিবার বেলা সাড়ে ১১টা থেকে ঘণ্টাব্যাপী শহরের কালীবাড়ি সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বেলা ১১ টা থেকে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়, এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডসহ কালীবাড়ি সড়কে জমায়েত হতে শুরু করে। বেলা সাড়ে ১১ টা থেকে হাতে হাত ধরে তারা মানববন্ধন করে। ছাত্র-ছাত্রীদের একটাই দাবি-শান্তিপূর্ণ পরিবেশে যেন পরীক্ষ দিতে পারে।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানাজ কবীর।

তিনি বলেন পরীক্ষার সময় হরতাল-অবরোধ-নৈরাজ্য কাম্য নয়, দলমত নির্বিশেষে সকলের কাছে এটাই আমাদের দাবী ছেলে-মেয়েরা যেন নির্ভয়ে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিতে পারে। এই মানববন্ধনে স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকগন অংশগ্রহণ করেন।

(পিকেএস/এটিআর/জানুয়ারি ৩১, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test