E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজগঞ্জে দেড়’শ জনের বিরুদ্ধে মামলা, আটক ৬

২০১৫ ফেব্রুয়ারি ০১ ১২:০৭:৫১
সিরাজগঞ্জে দেড়’শ জনের বিরুদ্ধে মামলা, আটক ৬

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ-সয়দাবাদ আঞ্চলিক সড়কের সিরাজগঞ্জ পৌর এলাকার রামগাতিতে অবরোধকারিদের ছোড়া পেট্রোল বোমা হামলায় পান ব্যবসায়ী গনেশ সাহা নিহত ও চালকসহ ৫ জন অগ্নিদগ্ধ হওয়ার ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় বিএনপি-জামায়াতের ১১৫ জন নামীয় নেতাকর্মীসহ দেড় শতাধিক নেতাকর্মীকে আগামী করে মামলা হয়েছে। সিরাজগঞ্জ সদর থানার উপ পরিদর্শক দুলাল হোসেন বাদী হয়ে শনিবার রাতে এই মামরা দায়ের করেন।

এই মামলায় পুলিশ এ পর্যন্ত ৬ জনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলো পৌর এলাকার মাসুমপুর মহল্লার শাহেদ আলীর পুত্র আমির হোসেন(৩০), রেল কলোনী মহল্লার এরশাদ আলীর পুত্র উজ্জল (২৭) ও রামগাতী মহল্লার মৃত চাঁদ আলীর পুত্র মজনু শেখ।
সদর থানার অফিসার ইনচার্জ হাবিবুল ইসলাম মামলা দায়েরের কথা স্বীকার করে জানান, বাকী আসামীদের গ্রেফতারের জন্য জোর তৎপরতা চলছে। এদিকে ব্যবসায়ী গনেশ নিহতের প্রতিবাদে সিরাজগঞ্জ শহরে শোক র‌্যালী করেছে সর্বস্তরের ব্যবসায়ীরা। রবিবার সকাল ১১টার দিকে নিহত গনেশের বাড়ির সামনে থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। শোক র‌্যালীতে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টির নেতৃবৃন্দসহ সর্বস্তরের ব্যবসায়ীরা অংশগ্রহন করেন।
উল্লেখ্য শনিবার রাত ৮টার দিকে সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে একটি সিএনজি অটোরিক্সায় উঠে গনেশসহ পাঁচযাত্রী সদর উপজেলার কড্ডার মোড়ে যাচ্ছিল। পথে পৌর এলাকার রামগাতিতে দুর্বৃত্তরা মটরসাইকেল থেকে সিএনজি অটোরিক্সাকে লক্ষ করে পোট্রোল বোমা নিক্ষেপ করে। এতে অটোরিক্সাটি উল্টে যায় এবং যাত্রিরা আগুনে দদ্ধ হয়। পরে এলাকাবাসী ৬জনকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এখানে চিকিৎসাধীন অবস্থায় শহরের বানিয়া পট্টি এলাকার পান ব্যবসায়ী গনেশ (৩৫) মারা যায়। এতে দগ্ধ হয় পাঁচজন। গনেশ দগ্ধ না হলেওএ সময় সিএনজি অটোরিক্সাটিও পুরে যায়। অন্য আহত ৫ জনের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
(এসস/পিবি/ফেব্রুয়ারি ১,২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test