E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে স্কুল ছাত্রীর উপর এসিড নিক্ষেপ

২০১৪ মে ০৮ ১৭:১৬:২৭
মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে স্কুল ছাত্রীর উপর এসিড নিক্ষেপ

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলার মহিষেরচর গ্রামে বুধবার রাত সাড়ে ৯টার দিকে বিয়ের অনুষ্ঠানে কনেকে ছোঁড়া এসিড লক্ষ্যভ্রষ্ট হয়ে বিয়ে বাড়িতে বেড়াতে আসা এক স্কুল ছাত্রী দগ্ধ হয়েছে। আহত স্কুল ছাত্রীকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়, পারিবারিক, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলা ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মনদী গ্রামের রকমান খন্দকারের ছেলে বাদশা খন্দকারের (২৫) সাথে একই উপজেলার মহিষেরচর গ্রামের ইসমাইল খাঁর মেয়ে লিজার বিয়ে হবার কথা ছিল বুধবার রাতে। বিভিন্ন বিষয় নিয়ে বনিবনা না হওয়ায় সন্ধ্যায় দু’পক্ষের মধ্যে বিবাদে বিয়ে ভন্ডুল হয়ে যায়।
এতে বরপক্ষ ক্ষিপ্ত হয়ে রাত সাড়ে ৯টার দিকে অতর্কিতভাবে কনের বাড়িতে ঢুকে কনেকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে। নিক্ষিপ্ত এসিড লক্ষ্যভ্রষ্ট হয়ে কনের বড় বোনের মেয়ে সুবর্ণা আক্তার (১৩) নামের এক স্কুল ছাত্রীর শরীরে এসিড লাগে। এতে সে গুরুতর আহত হয়। সুবর্ণা মাদারীপুর ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী ও সদর উপজেলার মহিষেরচর গ্রামের হাবিবুর রহমান খানের মেয়ে।
সুবর্ণার বাবা হাবিবুর রহমান বলেন, বিয়ে নিয়ে সমস্যা হওয়ায় এসিড নিক্ষেপ করেছে বরপক্ষ। আর এতে আমার মেয়ের শরীরে লাগায় তাকে মাদারীপুর হাসপাতালে নিয়ে এসেছি।
মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) আবু বকর সিদ্দিক জানান, এই ঘটনার খবর পেয়েই মাদারীপুর সদর থানা পুলিশ হাসপাতালে পরিদর্শনে গেছে। তদন্ত করে উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এএসএ/এএস/মে ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test