E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বামনায় জেলেদের পরিচয়পত্র প্রদান

২০১৫ ফেব্রুয়ারি ০১ ১৫:২৪:২১
বামনায় জেলেদের পরিচয়পত্র প্রদান

বরগুনা সংবাদদাতা : বরগুনার বামনায় রবিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সাইতুল ইসলাম লিটু মৃধা  জেলেদের পরিচয়পত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করে।

বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুবুর রশীদ,উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাজিউল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম সাব্বির ফেরদৌস তালুকদার,বামনা উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো.মোশাররফ হোসেন জমাদ্দার,বামনা সদর ইউনিয়নের চেয়ারম্যান মো.এনায়েত কবীর হাওলাদার প্রমূখ।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানাগেছে,সরকার উপকূলীয় জেলেদের দুর্যোগ মৌসুমে পূনর্বাসনসহ নানা নাগরিক পরিসেবা দিতে প্রকৃত জেলেদের তালিকা তৈরী করে। এসব জেলেদের সহজে সনাক্ত করে পেশাগত নাগরিক সেবা সহজি করনের লক্ষে সারাদেশে ছবিযুক্ত জেলেদের পরিচয়পত্র প্রদান করা হচ্ছে। বামনা উপজেলার চার ইউনিয়নে প্রথম পর্যায় গতকাল রবিবার ৮১৯জন জেলের মাঝে পরিচয়পত্র প্রদান করা হয়।
এ ব্যাপরে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাজিউল ইসলাম বলেন,প্রকৃত জেলেদের তালিকা তৈরী করে প্রত্যেক জেলেদের ছবিযুক্ত পরিচয়ত্র প্রদান করা হয়েছে। প্রকৃত জেলেরা তাদের পরিচয়পত্র পেয়েছে। ফলে এসব প্রকৃত জেলেরা তাদের পেশার স্বীকৃতি পেয়েছেন। কার্ডধারীকে অতি সহজেই সনাক্ত করা সম্ভব হবে। এসব জেলেরা রাষ্ট্রের পরিসেবা পেতে কোন বিড়ম্বনার স্বীকার হবেনা।
(এমএইচ/পিবি/ফেব্রুয়ারি ১,২০১৫)



পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test