E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহরে আ’লীগের নেতার পুকুর খনন করে পুকুর চুরি !

২০১৫ ফেব্রুয়ারি ০১ ১৭:২৭:১৬
চাটমোহরে আ’লীগের নেতার পুকুর খনন করে পুকুর চুরি !

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের চিকনাই নদীতে মৎস্য দপ্তরের পুন:খনন প্রকল্পে ব্যাপক দুর্নীতি করা হয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। প্রকল্পের সকল নিয়মনীতি উপেক্ষা করে প্রকল্প সভাপতি স্থানীয় আওয়ামী লীগের এক নেতা নিজের পুকুর খনন করে পুকুর চুরির ঘটনা ঘটিয়েছেন। এই দুর্নীতির সাথে উপজেলা মৎস্য কর্মকর্তাও জড়িত বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, মৎস্য বিভাগের (এফসিডিআই) অর্থায়নে সুফলভোগি মৎস্যজীবিদের জন্য চিকনাই নদীর কাটগড়া ব্রিজ হতে মোসলেমের জমি পর্যন্ত ৬শ’ ফিট খনন কাজে ব্যয় হয়েছে ৬ লাখ টাকা। প্রকল্পের মেয়াদ ২০/১২/১৪ ইং হতে ২০,০৩/১৫ ইং পর্যন্ত হলেও মাত্র ১২ দিনে প্রকল্পের কাজ শেষ করে পুকুর চুরি করা হয়েছে। এই প্রকল্পের কাজ শ্রমিক দিয়ে করানোর কথা থাকলেও তা না করে মাটি কাটার ভেকু মেশিন দ্বারা করা হয়েছে। যা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত। প্রকল্প সভাপতি ও আওয়ামী লীগের নেতা মোহাম্মদ আলী এই কাজ করেছেন বলেও অভিযোগ। এলাকাবাসী জানান, ৬শ’ ফিট নদী খনন করার কথা অথচ করা হয়েছে ৩শ’ ফিট। মাছ চাষের জন্য নিজের পুকুর খনন করেছেন মোহাম্মদ আলী গং। সুফলভোগী বলতে এলাকার প্রভাবশালী ব্যক্তিরা নিজেদের নাম দিয়ে প্রকল্প তৈরি করেছেন। সরকারি কোন নির্দেশনাই মানা হয়নি। প্রকল্পের কোন সাইনবোর্ড নাই। এই দুর্নীতির সাথে উপজেলা মৎস্য কর্মকর্তা জড়িত বলেও অভিযোগ।

এ ব্যাপারে প্রকল্প সভাপতি মোহাম্মদ আলী বলেছেন, সাইনবোর্ড চুরি হবে বলে টাঙ্গানো হয়নি। অফিসের নির্দেশেই ভেকু দিয়ে মাটি কাটা হয়েছে। কোন দুর্নীতি হয়নি। প্রকল্পের কাজ এখনও শেষ হয়নি। এই প্রকল্পে কোন তদারকি করেনি সংশ্লিষ্ট দপ্তর।


উপজেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার হলদার বলেছেন, লেবার না পেয়ে ভেকু মেশিন দিয়ে কাজ করানো হয়েছে। যদিও শ্রমিক দিয়ে কাজ করানোর কথা। কোন তদারকি করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, খোঁজ খবর নিয়েছি, কাজ হয়েছে। কিছু অনিয়ম তো হবেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, কাজটি জেলা মৎস্য কর্মকর্তার তদারকি করার কথা। তারপরও সিডিউল মোতাবেক কাজ না করা হলে আমি অবশ্যই ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট লিখবো। এলাকাবাসী এহেন পুকুর চুরির প্রতিকার দাবি করেছেন।

(এসএইচএম/এএস/ফেব্রুয়ারি ০১, ২০১৫)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test