E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঝিনাইদহে নাশকতা ঠেকাতে ব্যস্ত পুলিশ, সুযোগ নিচ্ছে মাদক সিন্ডিকেট

২০১৫ ফেব্রুয়ারি ০২ ১৭:২৪:১৬
ঝিনাইদহে নাশকতা ঠেকাতে ব্যস্ত পুলিশ, সুযোগ নিচ্ছে মাদক সিন্ডিকেট

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে রাজনৈতিক কর্মসুচিতে ব্যস্ত থাকায় নীরব চাঁদাবাজী, নতুন করে অস্ত্রধারীদের আনাগোনা ও মাদকে সয়লাব হয়ে গেছে। অনেক গুরুত্বপূর্ণ মামলাও সময়ের অভাবে পুলিশ কর্মকর্তারা তদন্ত করতে পারছেন না। সীমান্ত দিয়ে বানের পানির মতো ফেনসিডিল, গাঁজা ও ইয়াবা আসলেও উদ্ধারের চিত্র হতাশা ব্যাঞ্জক। শহর থেকে গ্রাম পর্যন্ত মাদকের বিস্তার ঘটেছে। ভদ্রবেশে মাদকের ব্যবসা হচ্ছে ঝিনাইদহে।

পুলিশ ও বিভিন্ন সুত্রে জানা গেছে হরতাল অবরোধ ও নাশকতা ঠেকাতে ব্যস্ত সময় পার করছে ঝিনাইদহ পুলিশ বিভাগ। হরতাল অবরোধের ডিউটি শেষ করে শুরু হচ্ছে রাতে গ্রেফতার অভিযান। পুলিশের ব্যবস্ততার সুযোগে ঝিনাইদহের মাদকের রুটগুলো উন্মুক্ত হয়ে পড়েছে। রাজনৈতিক হানাহানি ও চারমপন্থিদের আস্ফালন না থাকলেও সমাজিক ও ব্যক্তিগত বিরোধে গত মাসে জেলায় তিনজন খুন হয়েছে। লাশ উদ্ধার হয়েছে একজনের। জেলা সদরে পশ্চিমাঞ্চলে অবস্থিত গান্না, মধুহাটী, কুমড়াবাড়িয়া ও সাধুাহাটী ইউনিয়নে অপরিচিতরা চলাফেরা করছে। বিশেষ করে মধুহাটী, চন্ডিপুর-গান্না এলাকায় চরমপন্থিরা চলাফেরা করছে এমন খবর রয়েছে। ওই সব এলাকার চেয়ারম্যান ও মেম্বররা জীবনের ভয়ে ঝিনাইদহ শহরে বসবাস করছেন বলে খবর পাওয়া গেছে। এদিকে মোবারকগঞ্জ চিনিকলের ৫৭ জন কর্মকর্তার কাছে জনযুদ্ধের পরিচয়ে চাঁদা দাবি করা হয়েছে।

জেলাব্যাপী মোবাইলে অহরহ চাঁদা দাবি করা হলেও রহস্য উদ্ঘাটন ও অপরাধীদের গ্রেফতারে পুলিশ সময় পাচ্ছে না। এদিকে ঝিনাইদহের বিভিন্ন সীমান্ত দিয়ে দেদারছে আসছে ফেনসিডিল ও ইয়াবা। আগে সচরাচার ফেনসিডিল উদ্ধারের খবর পাওয়া গেলেও এখন পুলিশ সেদিকে নজর দিতে পারছে না। ফলে মাদক ব্যবসায়ীদের এখন পোয়াবারো। সম্প্রতি হরিণাকুন্ডু উপজেলার ভাতুড়িয়া গ্রামে মটরসাইকেল ছিনতাই করতে গিয়ে চার ছিনতাইকারী জনতার হাতে আটক হয়। পরে তাদের পুলিশের সোপর্দ করে। একই উপজেলার রিশখালী থেকে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁদনীকে বখাটেরা অপহরণ করে। পরে তাকে পুলিশ তোলা গ্রাম থেকে উদ্ধার করে। ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার লক্ষিপুর গ্রাম থেকে ৫ লাখ টাকার মুক্তিপণের দাবিতে ইমান হোসেন (১৪) নামে এক স্কুল ছাত্রকে সন্ত্রাসীরা অপহরণ করে। পুলিশ তাকে কুষ্টিয়ার ইবি থানার পশ্চিম আবদালপুর গ্রাম থেকে উদ্ধার করে।

মহেশপুর উপজেলার হুদাশ্রীরামপুর গ্রামের আবু তাহেরের ছেলে মামুন নিখোঁজ ছিল। সদর উপজেলার সাগান্না গ্রামের এক কিশোর ৭/৮ মাস যাবত নিখোঁজ রয়েছে। একই এলাকার পোতাহাটী গ্রামের ইব্রাহীম নিখোঁজ রয়েছে। পান্তাপাড়া গ্রামের রকিবুল হাসান মুলক অপহরনের পর আজো উদ্ধার হয়নি। এদিকে অসুস্থ পিতার জন্য গ্রাম থেকে ঝিনাইদহ শহরে ওষুধ কিনতে সাত মাস ধরে নিখোঁজ রয়েছে রোমান ওরফে রুকু (১৪) নামে এক স্কুল ছাত্র। অষ্টম শ্রেণীর ছাত্র রুকু ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামের জাহাঙ্গীর আলম জানু মিস্ত্রির ছেলে। সে বংকিরা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। রুকুর বাবা জাহাঙ্গীর আলম জানু জানান গত বছরের ১২ জুলাই রোমান ওরফে রুকু বংকিরা গ্রাম থেকে ওষুধ নিতে ঝিনাইদহ শহরে এসে আর বাড়ি ফিরে যায় নি। এ সব ঘটনায় থানায় জিডি বা মামলা হলেও রাজনৈতকি কর্মসুচির কারণে পুলিশ তদন্তে মনোনিবেশ করতে পারছে না। এ বিষয়ে ঝিনাইদহ জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, জেলার সার্বিক আইনশৃংখলা ভাল বলা যায়। তবে পুলিশকে হরতাল অবরোধের মতো কর্মসুচিতে আটকে থাকায় অনেক মামলা তদন্ত ব্যাহত হচ্ছে। পাশাপাশি মাদক বিরোধী অভিযানে ভাটা পড়েছে।

(জেআর/এএস/ফেব্রুয়ারি ০২, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test