E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজগঞ্জে বিএনপি-জামায়াতের ১২ নেতাকর্মীকে  আটক

২০১৫ ফেব্রুয়ারি ০৩ ১১:১৮:১৮
সিরাজগঞ্জে বিএনপি-জামায়াতের ১২ নেতাকর্মীকে  আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে বিএনপি নেতৃত্বাধিন ২০ দলীয় জোটের ডাকা টানা ৭২ ঘন্টা হরতালের তৃতীয় দিন। হরতালে নাশকতা চেষ্টার অভিযোগে জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি-জামায়াত-শিবিরের অন্তত ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার হরতালের শুরু থেকেই সিরাজগঞ্জ শহরের অধিকাংশ দোকান-পাট ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কেন্দ্রীয় এম এ মতিন বাস টার্মিনাল থেকে কোন বাস ছেড়ে না গেলেও শহরে রিক্সা, অটোরিক্সাসহ হালকা যানবাহন চলাচল করছে।

সকাল দশটা পর্যন্ত জেলার কোথাও হরতালের সমর্থনে কোন মিছিল বা পিকেটিং করার খবর পাওয়া যায়নি। বন্ধ রয়েছে জেলা বিএনপি কার্যালয়। হরতালে নাশকতা চেষ্টার অভিযোগে সোমবার রাতভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াত-শিবিরের অন্তত ১২ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

এদিকে যে কোন ধরনের অপ্রিতিকর ঘটনা এড়াতে জেলার গুরুত্বপূর্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশসহ আইন শৃঙ্খলারক্ষাকারি বাহীনীর সদস্যরা মোতায়েন রয়েছে।

উল্লেখ্য, অনিদ্দিষ্টকালের অবরোধের পাশাপাশি বিএনপি চেয়ারপার্সনকে গ্রেফতারের হুমকির প্রতিবাদে দেশব্যাপী ৭২ ঘন্টার হরতাল আহ্বান করে বিএনপি নেতৃত্বাধিন ২০ দলীয় জোট।
(এসএস/পিবি/ফেব্রুয়ারি ৩,২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test